টি-২০ বিশ্বকাপ জয়ের পরে ভারত ইতিমধ্যেই জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলে ফেলেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি হতাশাজনক ওয়ান ডে সিরিজও খেলেছে টিম ইন্ডিয়া। তবে এর পরেই শুরু হচ্ছে ঘরে-বাইরে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অভিযান।
১৯ সেপ্টেম্বর থেকে নতুন বছরের ৭ জানুয়ারির মধ্যে ভারত মোট ১০টি টেস্ট ম্যাচে মাঠে নামবে। মাঝে বাংলাদেশের বিরুদ্ধে ৩টি টি-২০ ম্যাচও খেলবে টিম ইন্ডিয়া। অর্থাৎ, ১১১ দিনের মধ্যে ভারতীয় দল খেলবে মোট ১৩টি আন্তর্জাতিক ম্যাচ। তবে ২০২৪-এ আর ওয়ান ডে ক্রিকেটে মাঠে নামবে না ভারতীয় দল।
১৯ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বরের মধ্যে ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২টি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচে মাঠে নামবে। তার পরেই অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের হাই-ভোল্টেজ টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া।
ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের সূচি
ভারত বনাম বাংলাদেশ টি-২০ সিরিজের সূচি
ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের সূচি
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথের প্রথম টেস্টের পরে একটি প্র্যাক্টিস ম্যাচে মাঠে নামবে ভারত। ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ২ দিনের সেই ট্যুর ম্যাচটি খেলা হবে ক্যানবেরায়। ভারতীয় দলের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। সুতরাং, সামনের চার মাসে ঠাসা ক্রীড়াসূচি অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।