গাব্বায় অ্যাসিড টেস্ট ভারতীয় দলের। যে গাব্বায় গতবার সিরিজে গিল, পন্তদের বিক্রম দেখেছিল বিশ্বক্রিকেট, সেই গাব্বা থেকেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রোহিত শর্মা ব্রিগেডের কাছে। এই টেস্ট হেরে গেলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হাতছাড়া হয়ে যাবে রোহিত, বিরাটদের। যে ফাইনালে যাওয়ার জন্য ২ মাস আগেও তাঁরা ফেভারিট ছিলেন, সেখানেই আর ওঠা হবে না।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
গাব্বায় কঠিন চ্যালেঞ্জ ভারতের-
২০২১ সালের শুরু শুভমন গিল আর ঋষভ পন্তের অনবদ্য ইনিংসেই স্টার্ক, কামিন্সদের হারিয়ে গাব্বায় টেস্ট জিতে ইতিহাস গড়েছিল ভারতীয় দল। সেই সিরিজে ছিলেন না অধিনায়ক বিরাট। রাহানের নেতৃত্বে ভারতীয় দল করে দেখিয়েছিল অসম্ভব কাজটাই। ভাঙাচোড়া সেই দলের রোহিত, গিল, পন্তরা থাকলেও পূজারা, রাহানেরা নেই।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
ব্রিসবেনে অপশনাল ট্রেনিং করলেন না রোহিত-
সেই ব্রিসবেন টেস্টেই নামার আগে ভারতীয় দলের অপশনাল ট্রেনিংয়ে এলেন না রোহিত শর্মা। সচরাচর অধিনায়কই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আসে, সেটাও এলেন না হিটম্যান। এলেন শুভমন গিল। এই স্টেডিয়ামেই ২০২১ সালে টেস্ট কেরিয়ার শুরু গিলের, সেবার ৯১ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতের জয়ের পথ প্রশস্ত করেছিলেন তিনি। এবারও সেখান থেকেই কামব্যাকের গল্প লিখতে তৈরি হচ্ছেন গিল।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
ব্রিসবেনে ফিরছেন গিল-
ব্রিসবেনে নামার আগে গিল বলছেন, ‘এখানে খেলতে এসে বেশ নষ্টালজিক লাগছে। ২০২১ সালে জয়ের পর স্টেডিয়ামে হাঁটাটাই একটা অন্যরকম ফিলিং। আমি এখানে খেলতে অবশ্যই আত্মবিশ্বাসী বোধ করব ’। গিলের রানে ফেরাও অত্যন্ত জরুরি কারণ, দলের কোনও ব্যাটারই তেমন বড় রান ধারাবাহিকভাবে পাচ্ছেন না। গিলও তাঁদের মধ্যে অন্যতম। কিউয়ি সিরিজেও হেরেছে দল। তাই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা জিইয়ে রাখতে গিলকেও রানে ফিরতে হবে বাকিদের মতো।
রোহিতের হয়ে সাফাই গিলের-
রোহিত শর্মাকে নিয়ে অবশ্য চিন্তা থেকেই যাচ্ছে। গত ১০-১২টা ইনিংসেও ২০০ রানের গণ্ডি টপকাতে পারেননি এই ক্রিকেটার। অথচ তিনিই দলের অধিনায়ক। ব্যাটিং পজিশন চেঞ্জ করতে গিয়েও দলের লাভ হয়নি সেরকম। পার্থ টেস্ট মিস করার পর অ্যাডিলেডে ফিরলেও করেছেন মাত্র ৯ রান। সেই তিনিই কিনা ঐচ্ছিক অনুশীলনে এলেন না। সেই নিয়েই গিল বলছেন, ‘আজকের অনুশীলনটা অপশনাল ছিল। আর এমনিতেও ও অনেক অনুশীলনই করেছে। আমরা লাল বলে দিনের আলোতে খেলেই অভ্যস্ত, তাই আমাদের টার্গেট থাকবে আগে বড় রান তোলা ’।