টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও একেবারে স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। শনিবার ১১ বছরের আইসিসি-র ট্রফির খরা কাটিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে এই জয় পাওয়ার পরেও, দেশে ফিরতে পারছেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাঁরা আটকে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজেই। কিন্তু কেন এমন হাল?
বার্বাডোজে আটকে পড়েছে টিম ইন্ডিয়া
জানা গিয়েছে যে, ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়ার পরিস্থিতি খুব একটা ভালো নয়। ঘূর্ণিঝড় বেরিল আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই দেশে। রবিবার গভীর রাত অথবা সোমবার ভোরের যে কোনও সময়ে প্রবল শক্তিতে আছড়ে পড়তে পারে এই ভয়ানক ঘূর্ণিঝড়। আর এর প্রভাব বেশ ভালো ভাবেই পড়বে বার্বাডোজের উপরেও। সেই কারণে ইতিমধ্যেই সেখানকার বিমাবন্দরে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত উড়ান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতিয়ে রাজার মতো T20I-কে আলবিদা জানালেন রোহিতও
আর এই উড়ান বাতিল হওয়ার কারণেই বার্বাডোজের হোটেলে আটকে পড়েছে ভারতীয় ক্রিকেট টিম এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে অর্নিদিষ্ট সময়ের জন্য উড়ান বাতিল করা হয়েছে। তাই টিম ইন্ডিয়াকে আপাতত তাঁদের দেশেই থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের ভারতে পাঠানো হবে। বর্তমানে বার্বাডোজের সমুদ্র তীরবর্তী একটি বিলাসবহুল হোটেলে রয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: শেষ টি২০ খেলে ফেললাম, নবীন প্রজন্ম তৈরি… ট্রফি জিতে বিরাট মঞ্চ ত্যাগ
কবে ভারতের ফেরার কথা ছিল রোহিতদের?
টিম ইন্ডিয়ার প্রাথমিক ভাবে সোমবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ (ভারতীয় সময়ে রাত ৮টা ৩০) বার্বাডোজ থেকে রওনা হওয়ার কথা ছিল। এখন আসন্ন ঘূর্ণিঝড় কারণে বিলম্বের মুখে পড়েছে ভারতীয় দল। এর আগে তাদের নিউইয়র্ক, দুবাই হয়ে ভারতে ফেরা ঠিক ছিল। তবে একটি সূত্র পিটিআই-কে সম্প্রতি জানিয়েছে যে, পরিকল্পনাটি বদলে এখন একটি চার্টার ফ্লাইটে পুরো দলকে ভারতে আনার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল… ক্যাপ্টেন কুলের মোড়ক খুলে রোহিতদের উচ্ছ্বসিত শুভেচ্ছা ধোনির
কোহলিদের ভারতে ফেরাতে কী ব্যবস্থা করা হচ্ছে?
সূত্র মারফৎ জানা গিয়েছে, ‘টিমটি এখান থেকে (ব্রিজটাউন) নিউইয়র্কে রওনা হওয়ার কথা ছিল এবং তার পরে দুবাই হয়ে ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু এখন পরিকল্পনা হল, এখান থেকে সরাসরি দিল্লিতে একটি চার্টার ফ্লাইট পুরো দলকে নিয়ে যাওয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথাও বিবেচনা করা হচ্ছে।’ মোদ্দা কথা, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন শেষ হওয়ার আগেই প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া।