সচরাচর কোনও আইসিসি ইভেন্টের আগে সব দলকেই তাদের নতুন জার্সি প্রকাশ করতে দেখা যায়। অথবা নতুন মরশুম শুরুর আগে জার্সি বদলের ছবি দেখা যায় প্রায়শই। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দল তাদের নতুন জার্সি প্রকাশ করে। বছর ঘুরতেই বদলে গেল রোহিত শর্মাদের কিটস। শুক্রবার প্রকাশিত হল টিম ইন্ডিয়ার নতুন ওয়ান ডে জার্সি।
শুধু রোহিত শর্মারাই নন, বরং ভারতের মহিলা ক্রিকেট দলও একই জার্সি পরে মাঠে নামবে। অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে শুক্রবার ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বোর্ড সচিব জয় শাহর সঙ্গে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন জার্সি প্রকাশ করেন। যদিও অস্ট্রেলিয়া সফরে নতুন এই জার্সি পরেই মাঠে নামবেন না হরমনপ্রীতরা। বরং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই এই জার্সি গায়ে চাপাবেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকারা।
উল্লেখ্য, রোহিত শর্মা এই মুহূর্তে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন। ফলে তিনি নতুন জার্সি প্রকাশ অনুষ্ঠানে হাজির হতে পারেননি। তবে রোহিতরা নতুন এই জার্সি পরেই মাঠে নামবেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। জার্সিতে বিসিসিআইয়ের লোগোর উপরে ২টি তারা এক্ষেত্রে টিম ইন্ডিয়ার ২টি ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে ব্যবহৃত হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের নতুন ওয়ান ডে জার্সি আগের তুলনায় আরও চমকপ্রদ। এবার আর কলারে নয়, বরং জার্সির দুই কাঁধে রয়েছে তেরঙ্গার ছোঁয়া। নতুন জার্সি প্রকাশ করার পরে হরমনপ্রীত বলেন, ‘টিম ইন্ডিয়ার জার্সি প্রকাশ করা সম্মানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে আমরাই প্রথমবার এটা পরে মাঠে নামব। নতুন জার্সি দারুণ দেখতে। কাঁধের ট্রাই কালার জার্সিকে দেখতে সুন্দর করে তুলেছে।’
হরমনপ্রীত আরও বলেন, ‘দেশের জার্সি পরার একটা আলাদা অনুভূতি থাকে। আশা করি ভারতীয় সমর্থকরাও এই জার্সি পরে গর্বিত বোধ করবেন।’ জার্সি প্রকাশের ভিডিয়ো বিসিসিআই সোশ্যল মিডিয়ায় পোস্ট করে।
রোহিত শর্মারা অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই নতুন ওয়ান ডে জার্সি গায়ে চাপাবেন। ৬ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে ভারত ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ব্রিটিশদের বিরুদ্ধে সেই সিরিজেই প্রথমবার নতুন এই ওয়ান ডে জার্সি পরে মাঠে নামবেন বিরাট কোহলিরা। তার পরে ভারতীয় দল এই জার্সি পরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে।