দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার থেকে ব্যবধান নিতান্ত কম হলেও ভারত এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে রয়েছে। যেহেতু লিগ টেবিলের প্রথম ২টি দল নিজেদের মধ্যে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে, তাই ভারত এখনও ডব্লিউটিসি ফাইনাল খেলার বিষয়ে ফেভারিট বলা যায়।
তবে যেহেতু দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ব্যবধান নিতান্ত কম, তাই টিম ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ কাঁটামুক্ত নয় এখনও। অন্যদিকে নিউজিল্যান্ডও বেগ দিতে পারে রোহিত শর্মাদের।
বর্ডার-গাভাসকর ট্রফিতে একতরফা দাপট দেখালে ভারত নিজেদের দমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। সেক্ষেত্রে অন্য কোনও দলের হার-জিতের দিকে তাকিয়ে থাকতে হবে না টিম ইন্ডিয়াকে। তবে প্রতিদ্বন্দ্বী দলগুলি পয়েন্ট খোয়াতে থাকলে বাড়তি সুবিধা হবে ভারতের। সেক্ষেত্রে ভারতীয় দলের সামনে বর্ডার-গাভাসকর ট্রফিতে বিস্তর ম্যাচ জিততে হবে, এমন কোনও শর্ত থাকবে না।
এক্ষেত্রে ঠিক এমন পরিস্থিতিই তৈরি হয়। ইংল্যান্ডের কাছে ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ড হেরে বসায়, ভারতের ফাইনালে যাওয়ার রাস্তা তুলনায় সহজ হয়ে দাঁড়ায়। একদিকে দক্ষিণ আফ্রিকার কাছে ডারবান টেস্টে হেরে শ্রীলঙ্কা লড়াইয়ে পিছনের সারিতে চলে যায়। এবার ইংল্যান্ডের কাছে হেরে নিউজিল্যান্ড নিজেদের কাজ কঠিন করে তোলে। সুতরাং, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই আপাতত ত্রিমুখী হয়ে দাঁড়ায়।
আপাতত দেখে নেওয়া যাক বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ফলাফল কেমন হলে টিম ইন্ডিয়া সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠবে। জেনে নেওয়া যাক অন্য দলের পারফর্ম্যান্স কেমন হলে ভারতের লড়াই কতটা সহজ হয়ে দাঁড়াবে।
ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার শর্ত
প্রথমত, ভারত যদি বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে ৫-০, ৪-১, ৪-০ বা ৩-০ ব্যবধানে পরাজিত করে, তবে রোহিতরা সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে।
দ্বিতীয়ত, ভারত ৩-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার কাছে হারতে হবে।
আরও পড়ুন:- যুব এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে শতরান হয়েছে মোট ৭টি, সবাই পাকিস্তানি- তালিকা
তৃতীয়ত, ভারত ৩-২ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরবর্তী সিরিজে শ্রীলঙ্কাকে অন্তত ১টি টেস্ট ড্র করতে হবে।
চতুর্থত, ভারত ২-২ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি ড্র করেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিততে হবে এবং শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত ১-০ ব্যবধানে সিরিজ জিততে হবে। সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।