শুভব্রত মুখার্জি:- ইংল্যান্ডের বার্মিংহামে সবেমাত্র শেষ হয়েছে লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে জয়লাভ করেছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ফের একবার ফিরিয়ে দিয়েছে যেন অতীতের স্মৃতি। ফাইনালে রান তাড়া করে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারত।
শেষ ওভারে পাকিস্তান পেসার সোহেল তানভিরকে সোজা ব্যাটে চার মেরে ভারতকে জয় এনে দেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তারপরেই আনন্দে মাঠে চলে আসেন আরেক তারকা হরভজন সিং। বেশ আবেগপ্রবণ দেখাচ্ছিল তাঁকে। মাঠে এসেই ইরফান পাঠানকে জড়িয়ে ধরেন তিনি।
চার মেরে ভারতকে চ্যাম্পিয়ন করার পরে রীতিমতো আনন্দে চিৎকার করতে দেখা যায় ইরফানকে। অপর প্রান্তে থাকা অধিনায়ক যুবরাজ সিং ততক্ষণে তাঁর দিকে এগিয়ে এসে তাঁকে শুভেচ্ছা জানান। এরপর ধীরে ধীরে সাজঘর থেকে মাঠের ধারে থাকা ভারতীয় লেজেন্ডসরা মাঠে ঢুকতে শুরু করেন। ইরফানের দাদা ইউসুফ পাঠান ভারতীয় পতাকায় নিজেকে মুড়িয়ে ফেলেন। ভাইকে গিয়ে আলিঙ্গন করেন। দুই ভাইয়ের মধ্যে দেখা যায় এক আবেগী মুহূর্ত। দেশের পতাকা গায়ে দিয়েই একে অপরকে জড়িয়ে ধরেন তারা।
এমন সময়ে ওখানে এসে উপস্থিত হন হরভজন সিং। ভক্তদের আদরের ভাজ্জির চোখের কোণে তখন জল। ম্যাচ জয়ের ফলে আনন্দাশ্রু বেরিয়ে এসেছে তাঁর চোখ থেকে। এরপর তিনিও এগিয়ে এসে জড়িয়ে ধরেন ইরফানকে। আনন্দ তখন যেন বাঁধ মানছিল না দুজনের।
হরভজন সিংয়ের দু চোখ বেয়ে জল পড়তে দেখা যায়। আবেগপ্রবণ হয়ে পড়েন ইরফান নিজেও। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে পাকিস্তান হারিয়েছিল ভারতকে। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সেই হারের মধুর প্রতিশোধ নিল ভারতীয় দল। বার্মিংহামে গত সপ্তাহে ভারতকে ৬৮ রানে হারিয়েছিল পাকিস্তান। সেই ভারতের কাছেই ফাইনালে তারা হেরে গেল ৫ উইকেটে।
ভারতের হয়ে অম্বাতি রায়াডু একটি ঝোড়ো অর্ধশতরানের ইনিংস উপহার দেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন গুরকিরত সিং। পরের দিকে ঝোড়ো ইনিংস খেলেন ইউসুফ পাঠান। এরপর অপরাজিত থেকে ভারতকে কাঙ্খিত জয় এনে দেন যুবরাজ সিং এবং ইরফান পাঠান।