বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS Women-A: ফের লড়াকু হাফ-সেঞ্চুরি তেজল-রাঘবির, অস্ট্রেলিয়া সফরে টানা ৫ ম্যাচে হার ভারতের

IND vs AUS Women-A: ফের লড়াকু হাফ-সেঞ্চুরি তেজল-রাঘবির, অস্ট্রেলিয়া সফরে টানা ৫ ম্যাচে হার ভারতের

অস্ট্রেলিয়া সফরে টানা ৫ ম্যাচে হার ভারতের। ছবি- গেটি।

India vs Australia: ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অনবদ্য শতরান করেন অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাডি ডার্ক। হাফ-সেঞ্চুরি করেন কেটি ম্যাক।

তিন ফর্ম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে উড়ে গিয়েছে ভারতের মহিলা-এ দল। যদিও ৫ ম্যাচ অতিক্রান্ত হলেও এখনও জয় অধরা মিন্নু মনিদের। শুরুতেই ৩ ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার এ-দলের কাছে হোয়াইটওয়াশ হতে হয় ভারতকে। এবার ওয়ান ডে সিরিজের প্রথম ২টি ম্যাচে পরাজিত হয় ভারতীয় দল। অর্থাৎ, ১ ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও হেরে বসে ভারতীয়-এ দল।

শুক্রবার গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ৪৮ ওভার ব্যাট করে ২১৮ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ভারতের হয়ে হাফ-সেঞ্চুরি করেন তেজল হাসাবনিস ও রাঘবি বিস্ট।

প্রথম ম্যাচে ৬৭ বলে ৫৩ রান করা তেজল এদিন দ্বিতীয় ম্যাচে করেন ৮৬ বলে ৬৩ রান। তিনি ৪টি চার মারেন। প্রথম ম্যাচে ১০২ বলে ৮২ রান করা রাঘবি এদিন ৯৩ বলে ৭০ রান করেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- Vinesh Phogat: বিভীষিকার রাতে ওজন কমানোর চেষ্টায় মারাও যেতে পারতেন ভিনেশ! ঠিক কী ঘটেছিল, সামনে আনলেন কোচ

এছাড়া শুক্রবার ৩৮ বলে ২৪ রান করেন শুভা সতীশ। তিনি ১টি চার মারেন। ২০ বলে ১৭ রান করেন শিপ্রা গিরি। তিনি ২টি চার মারেন। ৩০ বলে ১১ রান করেন শ্বেতা শেরাওয়াত। তিনি ১টি বাউন্ডারি মারেন। প্রিয়া পুনিয়া ১, মিন্নু মনি ১, তনুজা কানওয়ার ৯ ও সায়লি সাতঘরে ৩ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি শবনম শাকিল ও যশশ্রী।

আরও পড়ুন:- Buchi Babu Tournament: বিবেক-প্রথমের সঙ্গে দাপুটে শতরান যুবরাজ সিংয়ের, বুচি বাবুতে রানের পাহাড়ে রেলওয়েজ

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন মেটলান ব্রাউন, নিকোলা হ্যানকক ও চার্লি নট। ১টি করে উইকেট দখল করেন টাইলা ও গ্রেস পারসনস। উইকেট পাননি কেট পিটারসন।

পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া-এ দল ৪০.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২২১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। ওপেন করতে নেমে দাপুটে শতরান করেন ম্যাডি ডার্ক। তিনি ১১৫ বলে ১০৬ রান করে নট-আউট থাকেন। মারেন ৭টি চার।

আরও পড়ুন:- Maharaja T20 Trophy: নতুন মরশুমের প্রথম ম্যাচেই মারকাটারি ব্যাটিং মায়াঙ্ক আগরওয়ালের, শুরুতেই হার দেবদূত পাডিক্কালদের

হাফ-সেঞ্চুরি করেন কেটি ম্যাক। তিনি ৭৮ বলে ৬৮ রান করেন। মারেন ৫টি চার। ২৩ বলে ৯ রান করে আউট হন চার্লি নট। ২৬ বলে ৩২ রান করে নট-আউট থাকেন ক্যাপ্টেন তালিয়া ম্যাকগ্রা। তিনি ৫টি চার মারেন। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন সায়লি ও তনুজা।

ক্রিকেট খবর

Latest News

‘একা ঘরে, একা বালিশে কাঞ্চন…’! মেয়েরা ম্যাসেজ করলে রাগ শ্রীময়ীর, আর কী হল ফাঁস ‘শ্যামাপ্রসাদের নামে শিয়ালদার নামকরণ উচিত নয়’, আপত্তি নেতাজির প্রপৌত্রের কুমারী পুজো হবে না ঢাকার রামকৃষ্ণ মিশনে, বড় কারণ ইউনুসের দেশে ম্যাথিউ পেরির ড্রাগ ওভারডোজ মৃত্যুতে দোষী সাব্যস্ত এক ডাক্তার, কে তিনি? আদালতে পত্রপাঠ জামিন পেলেন রূপা, ফের মুখ পুড়ল কলকাতা পুলিশের বহুদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগপ্রবণ মহম্মদ শামি কর্মবিরতি থেকে সরে আসছেন জুনিয়ররা? আন্দোলন কোন পথে? সিনিয়রদের সঙ্গে বৈঠক প্রথম শ্রেণিতে টানা তৃতীয় শতরান! ভারতীয় দলে বাংলার ব্যাটারের জায়গা কি পাকা? মধ্যমগ্রামে অটোচালকের কলার ধরলেন তৃণমূল কাউন্সিলর, বিজেপি বলছে বখরা নিয়ে বিবাদ অক্টোবরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগে মায়ের আগমন, ৪ রাশি পুরো মাস ভাসবে টাকার জোয়ারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.