তিন ফর্ম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে উড়ে গিয়েছে ভারতের মহিলা-এ দল। যদিও ৫ ম্যাচ অতিক্রান্ত হলেও এখনও জয় অধরা মিন্নু মনিদের। শুরুতেই ৩ ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার এ-দলের কাছে হোয়াইটওয়াশ হতে হয় ভারতকে। এবার ওয়ান ডে সিরিজের প্রথম ২টি ম্যাচে পরাজিত হয় ভারতীয় দল। অর্থাৎ, ১ ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও হেরে বসে ভারতীয়-এ দল।
শুক্রবার গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ৪৮ ওভার ব্যাট করে ২১৮ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ভারতের হয়ে হাফ-সেঞ্চুরি করেন তেজল হাসাবনিস ও রাঘবি বিস্ট।
প্রথম ম্যাচে ৬৭ বলে ৫৩ রান করা তেজল এদিন দ্বিতীয় ম্যাচে করেন ৮৬ বলে ৬৩ রান। তিনি ৪টি চার মারেন। প্রথম ম্যাচে ১০২ বলে ৮২ রান করা রাঘবি এদিন ৯৩ বলে ৭০ রান করেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া শুক্রবার ৩৮ বলে ২৪ রান করেন শুভা সতীশ। তিনি ১টি চার মারেন। ২০ বলে ১৭ রান করেন শিপ্রা গিরি। তিনি ২টি চার মারেন। ৩০ বলে ১১ রান করেন শ্বেতা শেরাওয়াত। তিনি ১টি বাউন্ডারি মারেন। প্রিয়া পুনিয়া ১, মিন্নু মনি ১, তনুজা কানওয়ার ৯ ও সায়লি সাতঘরে ৩ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি শবনম শাকিল ও যশশ্রী।
অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন মেটলান ব্রাউন, নিকোলা হ্যানকক ও চার্লি নট। ১টি করে উইকেট দখল করেন টাইলা ও গ্রেস পারসনস। উইকেট পাননি কেট পিটারসন।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া-এ দল ৪০.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২২১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। ওপেন করতে নেমে দাপুটে শতরান করেন ম্যাডি ডার্ক। তিনি ১১৫ বলে ১০৬ রান করে নট-আউট থাকেন। মারেন ৭টি চার।
হাফ-সেঞ্চুরি করেন কেটি ম্যাক। তিনি ৭৮ বলে ৬৮ রান করেন। মারেন ৫টি চার। ২৩ বলে ৯ রান করে আউট হন চার্লি নট। ২৬ বলে ৩২ রান করে নট-আউট থাকেন ক্যাপ্টেন তালিয়া ম্যাকগ্রা। তিনি ৫টি চার মারেন। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন সায়লি ও তনুজা।