বাংলা নিউজ > ক্রিকেট > Kohli played under Tejashwi: সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব?

Kohli played under Tejashwi: সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব?

বিরাট কোহলি ও তেজস্বী যাদব একসঙ্গে ক্রিকেট খেলতেন!

ভারতীয় রাজনীতির পরিচিত মুখ তেজস্বী যাদব। একটা সময় ক্রিকেটার ছিলেন। পরবর্তীতে সন্যাস নিয়ে রাজনীতিতে আগমন। একদা বিরাট কোহলি তাঁর অধিনায়কত্বে দিল্লি ক্রিকেট দলের হয়ে খেলেছেন বলে দাবি করেন তিনি।এবিষয়টি কতটা সত্যি সেটাই দেখে নেওয়া যাক।  

তেজস্বী যাদব সেই ক্রিকেটারদের মধ্যে একজন যিনি খেলা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন। বর্তমানে ভারতীয় রাজনীতির মুখ তিনি। একদা বিহারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। তেজস্বী দিল্লি ক্রিকেট টিমের হয়ে জুনিয়র লেভেলে প্রতিনিধিত্ব করেছেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। একদা দিল্লিতে থেকে প্রচুর ক্রিকেট খেলেছেন তেজস্বী। 

বেশ কিছুদিন আগে এক্স হ্যান্ডেলে ভাইরাল হয় একটি ভিডিয়ো। যেখানে লালু-পুত্র তেজস্বী যাদবকে দাবি করতে দেখা যায় তিনি বিরাট কোহলির সঙ্গে দিল্লির হয়ে ক্রিকেট খেলেছেন। এমনকি তিনি দলের অধিনায়ক ছিলেন বলেও দাবি করেন। এরপর নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয় বিষয়টি নিয়ে। কিন্তু প্রশ্ন একটাই সত্যিই কী তিনি বিরাটের সঙ্গে একই দলে ক্রিকেট খেলেছেন? 

হ্যাঁ, বিরাট কোহলির সঙ্গে দিল্লি জুনিয়র ক্রিকেট টিমের হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন তেজস্বী যাদব। বিরাট কোহলির অধিনায়কত্বে ২০০৩ সালে দিল্লি অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলের হয়ে তাঁর অভিষেক হয়।  জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচটি ছিল। সেই ম্যাচে ইনিংস এবং ৫৫ রানে জয়লাভ করে দিল্লি। পরবর্তীতে দিল্লি দলের অধিনায়ক হন তেজস্বী। ২০০৮ সালের অক্টোবর মাসে তিনি দিল্লির হয়ে শেষ ম্যাচটি খেলেছেন। অন্যদিকে ২০০৭ সালে দিল্লির হয়ে শেষ জুনিয়র ক্রিকেট খেলে বিরাট কোহলি।

মজার ব্যাপার হল, জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করার সময় একই সঙ্গে ক্রিজে ছিলেন বিরাট এবং তেজস্বী। বিরাট কোহলি সেই ম্যাচে শতরান করেছিলেন। কোহলি ছাড়াও তেজস্বী ইশান্ত শর্মার সঙ্গেও জুনিয়র লেভেলে ক্রিকেট খেলেছেন। ২০০৮ সালে ভারতের হয়ে অভিষেক হয় বিরাট কোহলির, অন্যদিকে ২০০৭ সালে অভিষেক হয়েছিল ইশান্ত শর্মার। ২০১৩ সালের পর থেকে কোহলি আর দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেননি। 

২০১০ সালে ঝাড়খণ্ডের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তেজস্বী যাদবের। তিনি লিস্ট এ এবং টি-টোয়েন্টি ক্রিকেটও খেলেছেন। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিল (বর্তমানে দিল্লি ক্যাপিটেল) দলের সদস্য ছিলেন তিনি, তবে খেলার সুযোগ পাননি। পরবর্তীতে ক্রিকেট থেকে সন্যাস নিয়ে সরাসরি রাজনীতিতে অংশ নেন লালু-পুত্র। ২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করেন তিনি। এক সময় বিহারের উপ- মুখ্যমন্ত্রীও হয়েছিলেন।

ক্রিকেট খবর

Latest News

‘অশৌচ’ বলেও বাড়িতে পুজোর আয়োজন! কারণ জানাতেই ট্রোলড, পোস্ট মুছলেন শ্রুতি বালিগঞ্জ ২১পল্লির পুজোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছেলের ছবি দিয়ে কী বললেন সুদীপা? ‘চোখের সামনে খুনি গর্ভমেন্ট দুর্গাপুজো উৎসবের উদ্বোধনে ব্যস্ত, আর আমরা চুপ কেন?' এই টুকটুকে লাল ফলই নানা রোগের মুশকিল আসান! কিন্তু মেলে বছরে মাত্র দু'মাস রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা, কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.