সাধারণত ক্যাপ্টেন কুল হিসাবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। মাঠে যেকোনও পরিস্থিতিতে তাঁর শান্ত মেজাজের কারণে এই পরিচিতি লাভ তাঁর। তবে চেন্নাই সুপার কিংসের একদা সতীর্থ সুব্রমনিয়ম বদ্রীনাথ মাহির একটি ভিন্নদিকের পর্দা ফাঁস করলেন। জানালেন ধোনির ড্রেসিংরুমে মেজাজ হারানোর কথা। আইপিএলের প্রথম সংস্করণে আরসিবির বিরুদ্ধে চেন্নাইয়ের একটি ম্যাচে ঘটনাটি ঘটেছে বলে জানান প্রাক্তন সিএসকের ক্রিকেটার। এরপরেও কী তাহলে ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত থাকবেন মাহি, সেই প্রশ্ন থাকবেই।
InsideSport-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে বদ্রীনাথ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) উদ্বোধনী মরশুমের একটি ঘটনা স্মরণ করেছেন। তিনি জানান, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে একটি কম স্কোরিংম্যাচে সিএসকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়েছিল। অ্যালবি মর্কেলের ৪ উইকেটের সুবাধে আরসিবি ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করেছিল। ম্যাচে সর্বাধিক রান করেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়, তিনি ৩৯ বলে ৪৭ রান করেছিলেন। জবাবে শুরুটা ভালোই করেছিল চেন্নাই। বর্তমান সিএসকে কোচ এবং প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ৩৯ বলে ৪৪ রান করেছিলেন। এরপর দ্রুত উইকেট হারিয়ে হোম টিম সিএসকে ৮ উইকেটে ১১১ রান করতেই সক্ষম হয়েছিল।
বদ্রীনাথ বলেন, ‘তিনি একজন মানুষ, তিনিও তাঁর মেজাজ হারান। কিন্তু মাহি মাঠের মধ্যে কোনও দিন প্রতিপক্ষকে সেই ব্যাপারে বুঝতে দিতে চান না। সেই ম্যাচে আমরা আরসিবির বিরুদ্ধে খুবই অল্প রান তাড়া করছিলাম , শুরুটা ভালো করলেও একটা নির্দিষ্ট সময় অনেকগুলি উইকেট হারিয়ে ফেলি’। তিনি জানান ঘটনাটি ঘটে যখন ধোনি ৩ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরার পর। ধোনির সতীর্থ বলেন, ‘আমি অনিল কুম্বলের বলে এলবিডব্লিউ হয়েছিলাম। তাই তখন আমি ড্রেসিং রুমের ভিতরে দাঁড়িয়ে ছিলাম এবং তিনি ভিতরে আসছিলেন। ওখানে একটি ছোট জলের বোতল রাখা ছিল। এমএস সেটাকে সজোরে লাথি মারেন এবং বোতলটি বাইরে গিয়ে পড়ে। আমি বললাম ওহ মাই গড! এটা মাহির থেকে কেউ দেখতে চায় না। আমরা সেদিন তাঁর সঙ্গে চোখে চোখ মেলানোর সাহস করতে পারিনি। আমরা সবাই তাঁর থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু ম্যাচ হারের বিষয় নিয়ে তিনি কাউকে কিছু বলেনি সেদিন। এ নিয়ে কোনও টিম মিটিংও হয়নি’।