The Hundred 2024 Men Final: রবিবার (১৮ অগস্ট) লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দ্য হান্ড্রেডের ফাইনালে জেমস ভিন্সের সাউদার্ন ব্রেভের বিরুদ্ধে খেলতে নেমেছিল স্যাম বিলিংসের নেতৃত্বাধীন ওভাল ইনভিনসিবলস। ওভাল দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে ফাইনালে প্রবেশ করেছিল, অন্যদিকে সাউদার্ন ২০২১ সালে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ জিতেছিল।
দ্য হান্ড্রেডের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা দল সরাসরি ফাইনালে প্রবেশ করে। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী দলগুলো ফাইনালে জায়গা পাওয়ার জন্য এলিমিনেটরে প্রতিদ্বন্দ্বিতা করে। একটি ক্লোজ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মহিলাদের ফাইনালের পর, লর্ডসের ভক্তরা পুরুষদের দল থেকে অনুরূপ প্রদর্শনের আশা করছিল। ওভাল সফলভাবে তাদের শিরোপা রক্ষা করেছিল। দ্য হান্ড্রেড ২০২৪ ট্রফির ফাইনালে সাউদার্নের বিরুদ্ধে ১৭ রানে জিতেছে ওভাল ইনভিনসিবলস। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওভাল ৯ উইকেট হারিয়ে মোট ১৪৭ রান তোলে। জবাবে ১০০ বল খেলে সাত উইকেট হারিয়ে ১৩০ রান তোলে সাউদার্ন ব্রেভ।
এদিনের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উইল জ্যাকসের ২২ বলে ৩৭ এবং জর্ডান কক্সের ১৭ বলে ২৫ রানের উপর ভর করে ৯ উইকেটে ১৪৭ রানের বিশাল পুঁজি তোলে ওভাল ইনভিনসিবলস। এছাড়াও স্যাম কারান ২০ বলে ২৫ এবং তার ভাই টম কারান ১১ বলে ২৪ রান করেন। সাউদার্ন ব্রেভের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নেন টাইমাল মিলস। এছাড়াও আকিল হোসেনও ৩৪ রান খরচায় ৩ উইকেট পান। ২ উইকেট পেয়েছেন জোফ্রা আর্চার।
আরও পড়ুন… কেন আসন্ন Duleep Trophy-তে নেই রিঙ্কু সিংয়ের নাম? এবার নীরবতা ভাঙলেন KKR-এর তরুণ ব্যাটার
এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে অ্যালেক্স ডেভিস এবং অধিনায়ক জেমস ভিন্স। দুই জন মিলে করেন ৫৮ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পরই বিপদে পরে সাউদার্ন ব্রেভ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩০ রান পর্যন্ত করতে পারে সাউদার্ন ব্রেভ। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে অ্যালেক্স ডেভিসের ব্যাট থেকে।
আরও পড়ুন… RG Kar Protest: রাতেই লালবাজারে উপস্থিত কল্যাণ চৌবে! আটক ইস্ট-মোহন সমর্থকদের ছাড়ালেন AIFF সভাপতি
এদিন ওভাল ইনভিনসিবলসকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাকিব মাহমুদ। সাকিব মাহমুদ লর্ডসে দুই বছরের ইনজুরির কষ্টকে পিছনে ফেলে দিয়েছেন। নিজের রিভার্স-সুইংয়ের বিধ্বংসী স্পেল দিয়ে ওভাল ইনভিনসিবলসের হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন এবং চলতি দ্য হান্ড্রেড ফাইনাল জিতেছেন। ২০ বলে ১৭ রানে ৩ উইকেট নেন এই পেসার। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এছাড়াও অজি স্পিনার অ্যাডাম জাম্পা পেয়েছেন ২টি উইকেট।