হান্ড্রেডের ম্যাচে রশিদ খানকে কষিয়ে পরপর পাঁচটি ছক্কা হাঁকান কায়রন পোলার্ড। আর তাতেই ঘুরে যায় ম্যাচের রং। শনিবার সাউদার্ন ব্রেভ এবং ট্রেন্ট রকেটস দ্য হান্ড্রেডের ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ট্রেন্ট রকেটসকে ২ উইকেটে হারিয়ে দেয় সাউদার্ন ব্রেভ। আর নিজের দলকে জেতাতে মুখ্য ভূমিকা নেন কায়রন পোলার্ড। ২৩ বলে ৪৫ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন উইন্ডিজ তারকা। নিজের ইনিংসে হাঁকান ২টি চার এবং পাঁচটি ছক্কা।
সাউদার্ন ব্রেভের ইনিংসের ৮১, ৮২, ৮৩, ৮৪ এবং ৮৫তম বল করতে এসেছিলেন রশিদ। আর এই পাঁচ বলেই পাঁচটি ছক্কা হাঁকান পোলার্ড। আর পোলার্ডের টানা পাঁচটি ছয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আসলে কায়রন পোলার্ড যখন এক টানা ছক্কা মারছিলেন, তখন বোলার রশিদ খান এবং ট্রেন্ট রকেটসের খেলোয়াড়দের অসহায় লাগছিল। সাউদার্ন ব্রেভের কাছে মাত্র ১২৭ রানের টার্গেট ছিল। তবে ট্রেন্ট রকেটসের বোলাররা দুর্দান্ত বোলিং করছিলেন। পোলার্ড না থাকলে সাউদার্ন ব্রেভের জেতা মুশকিল ছিল।
ট্রেন্ট রকেটস টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল। ১০০ বলে ৮ উইকেট হারিয়ে তারা ১২৬ রান করে। টম ব্যান্টন ওপেন করতে নেমে সর্বোচ্চ ৩০ রান (১৭ বলে) করেন। অ্যাডাম লিথ ১৬, অ্যালেক্স হেলস ১৫, জো রুট ১৬, রোভম্যান পাওয়েল ১৬, লুইস গ্রেগরি ১৯ করেন। বাকিরা কেউ দুই অঙ্কের গণ্ডি টপকাতে পারেননি। সাউদার্ন ব্রেভের হয়ে ক্রিস জর্ডন ৩ উইকেট নিয়েছেন। জোফ্রা আর্চার, ড্যানি ব্রিগস ২টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: ২১ বছর ২৪ দিন বয়সে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ইতিহাস আমনের, ভাঙলেন ৮ বছর আগের সিন্ধুর রেকর্ড
ট্রেন্ট রকেটসের ১২৬ রানের জবাবে সাউদার্ন ব্রেভ ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। সাউদার্ন ব্রেভের হয়ে সর্বোচ্চ রান করেন কায়রন পোলার্ড। তিনি ২৩ বলে ৪৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন কায়রন পোলার্ড। পোলার্ডের ইনিংসে মারেন ২টি চার এবং ৫টি ছক্কা।
আরও পড়ুন: চোট না থাকলে আরও চার মিটার বেশি ছুড়তে পারতাম… সোনা হারিয়ে আফসোস নীরজ চোপড়ার
কিন্তু এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান যেভাবে রশিদ খানকে টানা ৫টি ছক্কা মেরেছেন, তা সোশ্যাল মিডিয়ায় একেবারে হুহু করে ভাইরাল হয়েছে। পোলার্ড ছাড়া সাউদার্ন ব্রেভের দুই ওপেনার অ্যালেক্স ডেভিস এবং জেমস ভিন্স দুই তারকাই ২৮ করে রান করেছেন। এছাড়া বাকিরা এক অঙ্কের ঘর পার করেননি। ট্রেন্ট রকেটসের হয়ে জন টার্নার তিনটি উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন স্যাম কুক।