বাংলা নিউজ > ক্রিকেট > IND vs BAN: বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, রাখঢাক না করেই জানালেন গিল

IND vs BAN: বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, রাখঢাক না করেই জানালেন গিল

বাংলাদেশকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে, রাখঢাক না করেই জানালেন গিল। ছবি- পিটিআই।

India vs Bangladesh: ১৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরে দুই টেস্টের সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা।

ঘরে-বাইরে যেখানেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামুক না কেন, বাংলাদেশ সর্বদা আন্ডারগড হিসেবেই বিবেচিত হবে ক্রিকেটপ্রেমীদের কাছে। বিশেষ করে নিজেদের ডেরায় ভারতকে হারানো কতটা কঠিন, সেটা বোঝে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলও। তাই আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজে ফেভারিটের তকমা পাচ্ছে টিম ইন্ডিয়াই।

তবে গত মাসে পাকিস্তান সফরে গিয়ে যে অসাধ্যসাধন করেছে বাংলাদেশ ক্রিকেট দল, সঙ্গত কারণেই তা বাড়তি সমীহ আদায় করে নিচ্ছে ক্রিকেটবিশ্বের। অ্যাওয়ে সিরিজে তো বটেই, বরং টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হারানোর কৃতিত্ব অর্জন করে তারা।

শুধু একটি বিচ্ছিন্ন টেস্ট ম্যাচ জয় নয়, বরং পাকিস্তান সফরে গিয়ে রীতিমতো দাপটের সঙ্গে পাকিস্তানকে ২ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথম টেস্টে তারা ১০ উইকেটে জয় তুলে নেয়। বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জেতে ৬ উইকেটের বড় ব্যবধানে। পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ, এমন ঘটনার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি।

আরও পড়ুন:- WTC Points Table Updates: ওভালে ব্রিটিশদের দর্পচূর্ণ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উপরে ওঠা শুরু শ্রীলঙ্কার, পতন রুটদের

সঙ্গত কারণেই পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ভারত সফরে আসছে বাংলাদেশ। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য। অন্তত নিতান্ত হালকাভাবে যে নেওয়া যাবে না বাংলাদেশকে, সেটা স্পষ্ট হয়ে যায়।

আরও পড়ুন:- Duleep Trophy's Top Performers: ১টি সেঞ্চুরি ও ৭টি অর্ধশতরান, দলীপ ট্রফির প্রথম রাউন্ডে চমক দিলেন কারা?

পাকিস্তান সফরে বাংলাদেশের পারফর্ম্যান্স যে শুধুমাত্র সাধারণ ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে, এমনটা নয় মোটেও। বরং টিম ইন্ডিয়ার তারকাদেরও নজর ছিল বাংলাদেশের পারফর্ম্যান্সে। সেটা বোঝা যায় শুভমন গিলের কথাতেই। জিও সিনেমার সাক্ষাৎকারে গিল স্পষ্ট জানান যে, বাংলাদেশ গত কয়েক মাসে যে ধরণের পারফর্ম্যান্স উপহার দিয়েছে, তাতে কোনওভাবেই তাদের খাটো করে দেখা যাবে না।

আরও পড়ুন:- Sri Lanka Beat England: বুমেরাং হল ব্যাজবল, নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের

গিল বলেন, ‘কোনও আন্তর্জাতিক দলকেই খাটো করে দেখা যায় বলে আমি মনে করি না। গত কয়েক মাসে, বিশেষ করে পাকিস্তান সফরে বাংলাদেশ যে রকম ক্রিকেট খেলেছে, এককথায় চমকপ্রদ। যেভাবে ওদের পেস বোলাররা এবং মিডল অর্ডার ব্যাটাররা চাপ সামলে নিজেদের মেলে ধরেছে, কৃতিত্ব দিতেই হবে। আমি নিশ্চিত, এটা একটা আকর্ষক সিরিজ হতে চলেছে।’

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে খেলা হবে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে খেলা হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজের পরে ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

ক্রিকেট খবর

Latest News

থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…' মমতার ভাইকে সরানো হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে, বাবুনের পদে এবার সুজিত দুর্গাপুজোয় শহরের রাজপথে নামছে ১০ হাজার বাড়তি পুলিশ, থাকছে ২০০টি পিকেট এশিয়া কাপ পরের বার ভারতে, তারপরে কোথায় কোথায় হবে কোন ফর্ম্যাটে, জানুন বিস্তারিত ‘অনশনে ডাক্তারদের ওজন বাড়বে না, চকলেট খাবে…’, মমতাকে খোঁচা প্রখ্যাত চিকিৎসকের? মেয়ের সুবিচারের দাবিতে পুজোর ৪ দিন ধরনায় বসতে চলেছেন RG করের নির্যাতিতার বাবা মা কোরানেই রয়েছে শান্তি ফেরানোর চাবিকাঠি, সকলকেই মুসলমান হতে হবে: জাকির নায়েক ‘বিয়ে দিয়ে দেবে নাকি?’ বাড়িতে দুম করে হাজির অতিথি! চিন্তায় পড়ে গেলেন শ্রাবন্তী জাতীয় শিবিরে সাহালকে ছাড়া হচ্ছে না, জানালেন মোলিনা! ৬ ফুটবলার ছাড়ার সিদ্ধান্ত… ‘ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা!’ খোঁচা কুণালের, ‘সিঙ্গুরে মমতা কী করেছিলেন?’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.