বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই ভারতীয় দলের সব ক্রিকেটার সেখানে পৌঁছে গেছে। অনুশীলন চলছে জোর কদমে। শনিবার সেইরকম একটি ভিডিয়ো প্রকাশ করা হল বিসিসিআই-এর তরফে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট খেলবে ভারত। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শেষ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি ওডিআই ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছে রোহিতরা। সেখানে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করে ভারত। তবে ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয় শ্রীলঙ্কার কাছে, ১টি ওডিআই ম্যাচ ড্র হয়েছিল।
ভিডিয়োতে বল হাতে দেখা যাচ্ছে কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদের। ব্যাট করতে দেখা যাচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত সহ ভারতীয় ব্যাটসম্যানদের। নিজেদের স্পিন ঝালিয়ে নিতে দেখা যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। কোচ গৌতম গম্ভীরকেও দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে শেষ মুহূর্তের পরিকল্পনা তৈরী করে নিতে। সব মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরুর আগে বেশ খোশ মেজাজে ভারতীয় শিবির। ঘরের মাঠে খেলা হলেও মোটেও হালকা ভাবে এই সিরিজকে নিতে প্রস্তুত নয় তারা। এরপর তুলনামূলক কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হতে হবে ভারতকে। তাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচ দিয়ে নতুন মরশুমের টেস্ট যাত্রা শুরু করবে ভারত। প্রথম টেস্ট ম্যাচটি ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে অনুষ্ঠিত হবে। ভারত শেষ ইংল্যান্ডের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলেছিল। দীর্ঘ অনেকদিন পর ফের ভারতীয় ক্রিকেটারদের আবার সাদা পোশাকে দেখা যাবে। বর্তমানে ভারত আইসিসি টেস্ট ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ রয়েছে নবম স্থানে। তবে শেষ টেস্ট সিরিজে বাংলাদেশ বেশ ভালো পারফরম্যান্স দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পায় শাকিব-লিটনরা। তাই মোটেও বাংলাদেশকে হালকা ভাবে নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ডে। সেই জন্য এই সিরিজে রোহিত, বিরাট, বুমরাহদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে।