ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে একেবারে খোলামেলা মেজাজে রয়েছে। তিনি স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, এই টুর্নামেন্টের ফর্ম্যাটটি তিনি উপভোগ করেন। কারণ এই টুর্নামেন্টে আটটি অংশগ্রহণকারী দলই সেরা হতে চায়।
২০১৭ সালের পর প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। শেষ বার এই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। এই বছর টিম ইন্ডিয়া বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে অভিযান শুরু করতে চলেছে। তার আগে কোহলি স্টার স্পোর্টসকে বলেছেন, ‘টুর্নামেন্টটি অনেক দিন পর হচ্ছে। আমি সব সময়ে এই টুর্নামেন্টটি পছন্দ করি। প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। তাই সারা বছর ধরে ভালো খেলতে হয়। প্রথম সারির দল খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানটান লড়াই হয়।’
আরও পড়ুন: আমাদের তো ২ স্পিনার রয়েছে… ৫ স্পিনার দলে রাখা বিতর্কে একী বললেন রোহিত?
চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি সংস্করণে খেলেছেন বিরাট। তিনি ২০০৯, ২০১৩ (যে বার ভারত জিতেছিল), এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। কোহলি ইভেন্টের চাপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, ‘ওডিআই হলেও, এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই চাপ তৈরি করে। আপনি শুধুমাত্র তিন বা চারটি লিগ ম্যাচ পান, এবং আপনি যদি ভালো শুরু না করেন, তবে আপনি বড় চাপে পড়ে যাবেন। সে কারণেই আমি এই টুর্নামেন্টটি পছন্দ করি- আপনাকে প্রথম খেলা থেকে আপনার সেরাটা দিতে হবে।’
২০ ফেব্রুয়ারির পর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এর পর ২ মার্চ নিউজিল্যান্ড বিরুদ্ধে ম্যাত রয়েছে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিক ভাবে আয়োজক হলেও, ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলবে।
কোহলি এই টুর্নামেন্টে বড় স্কোর করতে মরিয়া। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে খারাপ পারফরম্যান্স করেছিলেন। তার পর থেকে ছন্দে নেই বিরাট। তবে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আমেদাবাদে হাফসেঞ্চুরি করেছিলেন।
আরও পড়ুন: ব্যাটে-বলে হতশ্রী দশা, ঘরের মাঠে লজ্জার হার দিয়ে অভিযান শুরু করল পাকিস্তান
বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড যথেষ্ট ভালো। এখনও পর্যন্ত তিনি টাইগারবাহিনীর বিরুদ্ধে ১৬ ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৭৫.৮৩ ব্যাটিং গড় এবং ১০১.৭৮ স্ট্রাইক রেটে ৯১০ রান করেছেন। পয়েছে পাঁচটি শতরান। পাশাপাশি করেছেন তিনটে হাফসেঞ্চুরিও। এই পরিস্থিতিতে বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে যদি আরও ৯০ রান করতে পারে, তাহলে একদিনের ফরম্যাটে তিনি হাজার রানের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। এই তালিকায় বিরাটের ঠিক পরেই নাম রয়েছে রোহিত শর্মা। তিনি ১৭ ওয়ানডে ইনিংসে ৭৮৬ রান করেছেন।