পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি বিপর্যয়ের পরে দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেই বিতর্ক দেখা যাচ্ছে। ভারত যেখানে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল, সেখানে স্বাগতিক পাকিস্তানের জন্য এই টুর্নামেন্ট ছিল একদম দুঃস্বপ্নের মতো। নিজেদের গ্রুপের তলানিতে থেকে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাবর আজমদের।
পাকিস্তানের প্রাক্তনীদের মধ্যেই বিতর্ক শুরু হয়েছে-
১৯৯৬ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানে অনুষ্ঠিত কোনও আইসিসি টুর্নামেন্ট ছিল এটি। কিন্তু ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে বড় মঞ্চে পাকিস্তান দল নিয়মিত ব্যর্থ হয়ে আসছে। এই হতাশাজনক পারফরম্যান্সের পর দলের ভিতরের সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। প্রাক্তন খেলোয়াড়দের মধ্যেও এই বিষয় নিয়ে বাকযুদ্ধ চলছে, যেখানে ৯০ দশকের খেলোয়াড়দের নিয়ে মহম্মদ হাফিজের করা মন্তব্য নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে।
আরও পড়ুন … ভিডিয়ো: আপনাদের সময়ে কে, কখনও সেরা ফিল্ডারের মেডেল পেতেন না? সৌরভের নাম শুনেই হেসে ফেললেন দ্রাবিড়
কী বলেছিলেন মহম্মদ হাফিজ?
মহম্মদ হাফিজ পিটিভিতে এক বিশ্লেষণে বলেছিলেন, ‘আমি ৯০ দশকের খেলোয়াড়দের বড় ভক্ত, কিন্তু তারা পাকিস্তানের জন্য কোনও লিগ্যাসি তৈরি করেননি।’ তিনি ব্যাখ্যা করেন, ‘তারা ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ সালে বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। একবার ফাইনালে পৌঁছেও বাজেভাবে হেরেছে। তারা মেগা সুপারস্টার ছিল, কিন্তু আমাদের জন্য আইসিসি ট্রফি এনে দিতে পারেনি।’
আরও পড়ুন … রোহিতের অবসর নিয়ে খবর করায় হুমকি? বাঙালি সাংবাদিকের পরিবারকে গালিগালাজ ‘ফ্যানের’
সামনে এল ওয়াসিম আক্রমের জবাব
পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আক্রমও এ বিষয়ে মুখ খুলেছেন। তবে, তিনি এই বিতর্কে জড়াতে চান না বলে স্পষ্ট জানিয়েছেন। ওয়াসিম আক্রম বলেন, ‘আমার অনেক কিছু বলার আছে এই বিষয়ে। কিন্তু আমি এসব কথার গুরুত্ব দিতে চাই না।’ আক্রম আরও বলেন, ‘ওরা আমার জীবনের অংশ নয়, তাই ওদের নাম উচ্চারণ করাও উচিত নয়।’
আরও পড়ুন … নাচতেই হবে….জয় শাহকে ধরে টানাটানি রোহিতের! পাশে হাসি গম্ভীরের- ভিডিয়ো
কী জানিয়েছেন ওয়াকার ইউনিস?
ওয়াসিম আক্রমের দীর্ঘদিনের বোলিং পার্টনার ওয়াকার ইউনিস এক্স (পূর্বে টুইটার)-এ আক্রমের সঙ্গে তার যৌথ পরিসংখ্যান পোস্ট করে লিখেছিলেন, ‘৯০ দশকের লোন্ডা’।
পাকিস্তান এখন সামনের দিকে তাকাতে চাইবে
এই টুর্নামেন্টে পাকিস্তান নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে হেরে ছিটকে যায়। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তারা একটি ম্যাচও জিততে পারেনি। পাকিস্তানের জন্য এখন দরকার সাদা বলের ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গি ও পুনর্গঠন, যাতে ভবিষ্যতের বড় টুর্নামেন্টে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।