আর কয়েক সপ্তাহ পরই শুরু হয়ে যাচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি। সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ক্লাস নেওয়ার জন্য তৈরি হচ্ছেন পেসার মিচেল স্টার্ক। ভারতে অজিরা খেলতে এলে যেমন অশ্বিন-জাদেজাদের দিয়ে তাঁদের বিপাকে ফেলে ভারত, তেমনই সেদেশে খেলতে গেলে গ্রিন টপ উইকেটে স্টার্ক, হেজেলউডদের দিয়ে নিজের অস্ত্র তৈরি রাখছেন প্যাট কামিনসও।
গম্ভীর-স্টার্ক যুগলবন্দীতে আইপিএল জয়-
গত আইপিএলের নিলামের আগে বিপুল অর্থে কলকাতা নাইট রাইডার্স দলে এসেছিলেন অজি স্পিডস্টার মিচেল স্টার্ক। তাঁর দলে আসার অন্যতম কারণই ছিল সেই সময়ের কেকেআরের মেন্টর গৌতম গম্ভির। তিনি নিজেই আইপিএলের টেবিলে অজি পেসারের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছিলেন। শেষমেষ তাঁকে সই করান। আসল সময় জ্বলে ওঠেন স্টার্কও। চ্যাম্পিনয় করেন নাইট রাইডার্সকে।
আরও পড়ুন-খারাপ সময়ে ‘বাবর আজম’ দল থেকে বাদ পড়তেই ক্ষোভ প্রকাশ! পাক বোর্ডের রোষানলে ফাখর জামান!
এবার কলকাতা নাইট রাইডার্সে তাঁর হেড স্যার গৌতম গম্ভীরের প্রশংসাতেই পঞ্চমুখ হলেন অজি পেসার মিচেল স্টার্ক। তিনি বলছেন, ডাগ আউটে এক মূহূর্তের জন্যেও অবসর সময় কাটান না গৌতম গম্ভীর। প্রত্যেক সময়ই চিন্তা করতে থাকেন কীভাবে প্রতিপক্ষ দলকে বিপাকে ফেলা যায়, কোন ছকে মাত দেওয়া যায়।
আরও পড়ুন-বুমরাহকে ভয়! বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনিং করবেন না! আগেই বোর্ডকে জানালেন স্মিথ!
সব সময়ই প্রতিপক্ষ দলকে নিয়ে চিন্তা করেন গম্ভীর…
স্টার্ক বলছেন, ‘আমি কলকাতায় কাটানো আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ও খেলা নিয়ে অত্যন্ত ভাবনা চিন্তা করে। সব সময়ই প্রতিপক্ষের কথা ভাবে। বোলিংয়ের ক্ষেত্রে কীভাবে প্রতিপক্ষকে আউট করা যায়, কিংবা ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রতিপক্ষের দুর্বলতার দিক খুঁজে কীভাবে অ্যাটাক করে রান তোলা যায় ’।
আরও পড়ুন-‘ইন্ডিয়া কো হারানা মুশকিল হি নেহি…’ বিধ্বংসী ভারতকে দেখে আতঙ্কিত কিউয়ি কোচ…
টি২০ সেটআপে গৌতির অনেক ভালো গুন আছে…
বিশ্বকাপজয়ী এই পেসার আরও বলছেন রোহিতদের বর্তমান হেডস্যারকে নিয়ে, ‘গৌতম গম্ভীরের কাছে কোনও ক্রিকেটারের ব্যক্তিগত পারফরমেন্সের থেকেও দলের জয়টাই বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতিনিয়ত ক্রিকেটারদের বিভিন্ন টেকনিক বুঝিয়ে দেয়, কখনও ফিল্ডিং সেটিংও বলে দেয়। আমি ওর সঙ্গে যে ৯ সপ্তাহ কাটিয়েছি সেখানে অত্যন্ত ভালো অভিজ্ঞতাই হয়েছে। টি২০র ক্ষেত্রে আমি বলতে পারি ওর মধ্যে অনেক কিছু ভালো রয়েছে’। প্রসঙ্গত আগামী মাসেই পার্থ্-এ শুরু বর্ডার গাভাসকর ট্রফি।