পাকিস্তান দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। যেখানে দুই দলের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এখানে ধারাভাষ্য বক্সে উপস্থিত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম নিজের দলের খেলোয়াড়কে নিয়ে মজা করেছেন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার প্রাক্তন গ্রেট উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট এবং প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও এই মজাতে অংশগ্রহণ করেছিলেন।
আসলে, এই পুরো বিষয়টি কামরান গুলামের সঙ্গে সম্পর্কিত। পাকিস্তানের ক্রিকেটার কামরান গুলাম ১২ ভাই এবং ৪ বোনের পরিবার থেকে এসেছেন। ধারাভাষ্য দিতে গিয়ে ওয়াসিম আক্রম বলেন, ‘কামরান গুলাম বড় পরিবার থেকে এসেছেন। তিনি তাঁর ১২ ভাই এবং চার বোনের মধ্যে ১১ নম্বর।’ যার পরে মাইকেল ভন বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘১৬ সন্তান। বাহ! তাদের মধ্যে বয়সের পার্থক্য কী হবে? এটা বেশ আকর্ষণীয়।’
আরও পড়ুন… স্পিন ট্র্যাকে পাকিস্তানও রোহিতদের টিম ইন্ডিয়াকে টেস্টে হারিয়ে দেবে- ওয়াসিম আক্রমের বড় দাবি
এই দুই কিংবদন্তির কথার মাঝেই অ্যাডাম গিলক্রিস্ট অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসেন। গুলামের পরিবারকে নিয়ে মজা করতে গিয়ে গিলক্রিস্ট বলেছিলেন, ‘এটা তো পাকিস্তানের নির্বাচন কমিটি।’
অভিষেক ওয়ানডেতে বিশেষ পারফর্ম করতে পারেননি কামরান গুলাম-
কামরান গুলাম সেঞ্চুরি করে তার টেস্ট কেরিয়ার শুরু করলেও ওয়ানডেতে তার অভিষেক বিশেষভাবে শুরু হয়নি। দলের হয়ে পঞ্চম স্থানে ব্যাট করতে আসা গুলাম মোট ৬ বল মোকাবেলা করেন। এদিকে, তিনি ৮৩.৩৩ স্ট্রাইক রেটে মাত্র ৫ রান করতে পারেন। প্রতিপক্ষ দলের অধিনায়ক প্যাট কামিন্স তাঁকে আউট করে প্যাভিলিয়নের পথ দেখান।
আরও পড়ুন… খারাপ সময় এটাই বোঝায় যে… IND vs NZ সিরিজ হেরে হতাশা চাপতে না পেরে বিশেষ বার্তা দিলেন ঋষভ পন্ত
পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম এরপরেই কামরান গুলামকে নিয়ে বিতর্কিতে মন্তব্য করে সমালোচনায় জড়িয়ে পড়েছেন। মেলবোর্নে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে খেলার সময় নিজের দেশবাসী কামরান গুলামের পরিবারকে নিয়ে মজা করেন তিনি। অ্যাডাম গিলক্রিস্ট এবং মাইকেল ভনও আক্রমকে সমর্থন করেছিলেন। ধারাভাষ্য চলাকালীন এই পুরো ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন… ভারতীয় ‘এ’ দলে আকস্মিক পরিবর্তন! হঠাৎ দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে
২৯ বছর বয়সি কামরান গুলাম ১২ ভাই ও চার বোনের পরিবার থেকে এসেছেন। পরিবার যতই বড় বা ছোট হোক না কেন, এ বিষয়ে আক্রম, গিলক্রিস্ট এবং ভনের যৌথ বক্তব্যে বিব্রত হয়েছেন পাকিস্তানের ক্রিকেটার। কামরান গুলামকে নিয়ে আক্রম, গিলক্রিস্ট এবং ভনের মধ্যে ধারাভাষ্যের সময় কী হয়েছিল তা আমরা আপনাকে বলি।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে খেলতে এসেছিলেন কামরান গোলাম। তবে বড় ইনিংস খেলতে পারেননি। ৬ বলে ৫ রান করে আউট হন তিনি। ম্যাচে ৪৬.৪ ওভারে ২০৩ রানে অলআউট হয়ে যায় পুরো পাকিস্তান দল।