নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম মঙ্গলবার স্বীকার করেছেন যে ভারতকে হারানো একটি বড় চ্যালেঞ্জ। টম লাথামের মতে প্রতিটি বিভাগেই টিম ইন্ডিয়া বেশ শক্তিশালী। তবে তিনি বলেছেন যে বুধবার থেকে বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দল এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। টম লাথাম বলেছেন যে অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান এবং বোলারের উপস্থিতি ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছে।
‘ভারতের যথেষ্ট ম্যাচ উইনার রয়েছে’
ম্যাচের প্রাক্কালে টম লাথাম সাংবাদিকদের বলেন, ‘এই কন্ডিশনে অবশ্যই আপনি স্পিনারদের দিকে তাকান। তবে বাংলাদেশের বিরুদ্ধে শেষ কয়েকটি ম্যাচ খেলা বুমরাহ, সিরাজ ও আকাশ দীপের উপস্থিতি, তাদের ফাস্ট বোলিং আক্রমণকে সমান ভাবে ভালো করে দিয়েছে। সেজন্যই তাদের দল সব বিভাগেই ভালো।’ তিনি আরও বলেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে তাদের অনেক ম্যাচ উইনার আছে যারা খুব দ্রুতই ম্যাচ কেড়ে নিতে পারে।’ টম লাথাম বলেন, ‘আমরা এই চ্যালেঞ্জের জন্য উন্মুখ। আশা করি আমরা এখানে গত কয়েকটি ট্যুর থেকে অর্জিত অভিজ্ঞতার সদ্ব্যবহার করতে পারব।’
আরও পড়ুন… বাবর আজম নাকি বিরাট কোহলি, সেরা কে? কটাক্ষ না করে যুক্তি দিয়ে বিতর্ক শেষ করলেন রবিচন্দ্রন অশ্বিন
কেন উইলিয়ামসন মিস করবেন
টম লাথাম বলেছেন, তিনি তাদের দলের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনকে মিস করবেন। উইলিয়ামসন কুঁচকির ইনজুরির কারণে সফরের প্রথম দিকে বাদ পড়েছেন। টম লাথাম বলেন, ‘এটা হতাশাজনক যে কেন এখানে নেই। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব তিনি প্রস্তুত হবেন। আমার মনে হয় ইয়াং (উইল ইয়াং) খেলবে। তিন নম্বরে ব্যাট করবেন তিনি। আমি মনে করি এটা তার দায়িত্ব নেওয়ার সুযোগ।’ নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘কেনের মতো সিনিয়র খেলোয়াড়দের হারানোটা হতাশাজনক। কিন্তু এটা অন্য খেলোয়াড়দের দায়িত্ব নেওয়ার সুযোগ করে দেয়।’
আরও পড়ুন… IND vs NZ: এখানে অনেক কিছু বদলে গিয়েছে- চিন্নাস্বামী স্টেডিয়ামে পা রেখে আবেগে ভাসলেন কেএল রাহুল
সৌদি সুযোগ পেতে পারে
হাঁটুর ইনজুরির কারণে বেন সিয়ার্স বাদ পড়ার পর বাজে ফর্মের সঙ্গে লড়াই করা অভিজ্ঞ ফাস্ট বোলার টিম সাউদি প্লেয়িং ইলেভেনে সুযোগ পেতে পারেন। টম লাথাম বলেছেন, ‘আমার মনে হয় শেষবার যখন আমরা এখানে টেস্ট খেলেছিলাম, টিম ৬০ রানে সাত উইকেট নিয়েছিলেন। স্পষ্টতই বেন সিয়ার্স আউট, তাই আমি মনে করি আমরা যদি তিনজন ফাস্ট বোলার নিয়ে যাই তাহলে টিম সমীকরণে আসতে পারে।’
আরও পড়ুন… ১২ ঘণ্টার মধ্যে সব জল কোথায় গেল! তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজে অবাক জয়দেব উনাদকাট
‘ভারতের পরিস্থিতি ভিন্ন’
টম লাথাম স্বীকার করেছেন যে শ্রীলঙ্কার বিপক্ষে ০-২ ব্যবধানে পরাজয়ের পর এই সিরিজের প্রস্তুতি আদর্শ ছিল না কিন্তু আশা প্রকাশ করেন যে দল সেই ম্যাচ থেকে শেখা শিক্ষা কাজে আসবে। টম লাথাম বলেন, ‘অবশ্যই শ্রীলঙ্কার ফলাফল আদর্শ ছিল না। আমার মনে হয় প্রথম টেস্টে হারের ব্যবধান খুবই কম ছিল কিন্তু সেই সফরে আমরা খুব ভালো পারফর্ম করেছি।’ কিউয়ি দলের অধিনায়ক আরও বলেন, ‘আর হ্যাঁ, আমি মনে করি আপনি যখন ভারতে আসেন, তখন এখানকার কন্ডিশন একটু অন্যরকম হয় সেখানে গালের সেই উইকেট বোলিংয়ে খুব একটা সহায়ক ছিল না।’