বাংলা নিউজ > ক্রিকেট > Bangladesh coach on India: ভারত যা খেলল, এরকম রুদ্ররূপ আগে দেখিনি, ঘোর কাটছে না বাংলাদেশ কোচের

Bangladesh coach on India: ভারত যা খেলল, এরকম রুদ্ররূপ আগে দেখিনি, ঘোর কাটছে না বাংলাদেশ কোচের

এই ভারতকে আগে দেখেননি; স্বীকার বাংলাদেশের হেড কোচের।  (AFP)

ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত বাংলাদেশ। টি-২০ মেজাজে খেলে দ্বিতীয় টেস্টেও জয় রোহিত ব্রিগেডের। এই ভারতকে আগে দেখেননি, স্বীকার করে নিলেন বাংলাদেশের হেড কোচ।  

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও হার বাংলাদেশের, একই সঙ্গে হোয়াইটওয়াশ সিরিজে। এরপরই এই ভারতে ‘আগে দেখেননি’ বলে স্বীকার করে নিলেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কানপুরে দ্বিতীয় ভারত-বাংলাদেশ টেস্টের বেশিরভাগটাই নষ্ট হয় বৃষ্টির জন্য। প্রথম দিন ৩৫ ওভার খেলে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। আবহাওয়া দেখে মনে হচ্ছিল ম্যাচের ফয়সালা হওয়া অসম্ভব। মাঝে দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির কারণে মাঠ পুরো ঢেকে রাখা হয়।  চতুর্থ দিনে ফের শুরু হয় খেলা, আলাদাই পরিকল্পনা নিয়ে মাঠে নামে ভারত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে টেস্ট কে টি-২০ ক্রিকেটে পরিণত করে রোহিত-বিরাটরা। প্রথম ইনিংসে ভারত ২৩৩ রানে বাংলাদেশকে অলডাউন করে দেয়। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত ২৮৫/৯ রান করে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে টিম ইন্ডিয়া।  

দ্বিতীয় ইনিংসে বুমরাহ-অশ্বিনদের দাপটে ১৪৬ রানে অলডাউন হয়ে যায় শাকিবরা। ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৯৫ রান। ১৭.২ ওভারেই সেই রান করে ম্যাচে ৭ উইকেটে জয় পায় ভারত। এরপরই বাংলাদেশের কোচ বলেন, ‘আমরা এর আগে এরকম মানসিকতা দেখিনি। তাই আমরা দ্রুত প্রতিক্রিয়াও দেখাতে পারিনি ম্যাচে। অবশ্যই জয়ের জন্য রোহিত শর্মা এবং তাঁর দলকে কৃত্বিত দিতে হবে’। কোচ হাথুরুসিংহে আরও বলেন,'পরাজয় নিশ্চই বেদনাদায়ক। আমরা ভালো ব্যাট করতে পারেনি। গত কয়েকটি সিরিজে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি’। তাঁকে প্রশ্ন করা হয় ব্যাটম্যানদের থেকে কী বোলাররা ভালো খেলেছে? তিনি উত্তরে বলেন, ‘উভয়ই আমার খেলোয়াড়। আসলে প্রতিপক্ষ হিসেবে ভারত খুবই উন্নত। আমরা এই সিরিজ থেকে অনেক কিছু শিখতে পেরেছি’। 

প্রাক্তন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান আরও বলেন, ‘ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে পেরে আমাদের লাভ হয়েছে। আমরা এবার জেনে গিয়েছি কোন জায়গাগুলিতে আমাদের উন্নতি করতে হবে’। শাকিব আল হাসানের এটি শেষ টেস্ট ম্যাচ নয় বলেও জানিয়ে দেন তিনি। বাংলাদেশের কোচ বলেন, ‘আমি যতদূর এখনও পর্যন্ত জানি এটা তাঁর শেষ টেস্ট ম্যাচ নয়। সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে খেলবেন তিনি’। প্রসঙ্গত, বাংলাদেশ সফরে যাবে সাউথ আফ্রিকা। সেখানেই প্রোটিয়াদের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন শাকিব আল হাসান।  কিন্তু নিরাপত্তার বিষয় নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

অনশনের চাপে বৈঠক ডাকলেন মুখ্য়সচিব, চিকিৎসক সংগঠনের কাছে গেল জোড়া চিঠি একরাশ বুদবুদের মাঝে মালতি! প্রিয়াঙ্কা কন্যার ছবি প্রকাশ্যে আসতেই ভাইয়াল ওটিটি নিয়ে মোহন ভগবতের সুরে সুর মেলালেন প্রহ্লাদ যোশী! কনটেন্টে আসবে বড় বদল? 'পিরিতি কাঁঠালের আঠা..', বহুরূপী-র গানে নাচলেন প্রীতি ও দর্শনা 'পুজো আসে পুজো যায়', দুর্গাপুজোর ছবি দিয়ে কী লিখলেন অপরাজিতা? ‘কোনও আন্দোলন অরাজনৈতিক হয় কি?’ ‘বিরক্ত’ শ্রীলেখাকে কী উত্তর দিলেন কিঞ্জল? পুজোর দিনেও কোন্দলে জড়াল তৃণমূল, উত্তপ্ত কুঁদঘাট, বিস্ফোরক কাউন্সিলর ‘ও বাঁচল না মরল, তাতে আমাদের কিছু যায় আসে না’ IND vs AUS Women's T20 WC Live: পরপর ২ বলে বেথ মুনি ও জর্জিয়াকে ফেরালেন রেনুকা সূর্যের শুক্রর ঘরে গমনে ৫ রাশির জীবন হবে রোমান্টিক, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.