টিমের অন্দরে সংঘাত, আলাদা-আলাদা থাকছেন খেলোয়াড়রা – অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হারের পরেই বিভিন্ন মহল থেকে এমনই সব দাবি করা হচ্ছিল। সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু প্রায় প্রতিদিন কোনও না কোনও ‘গোপন তথ্য’ সামনে চলে আসছিল। সেই বিষয়টি নিয়ে রবিবার টি-টোয়েন্টি সিরিজের শেষে (যে সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত) সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে প্রশ্ন করেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা তথা ধারাভাষ্যকার কেভিন পিটারসেন। ভারতীয় দলের অন্দরে কোনও বিভাজন আছে কিনা, তা জানতে চান। সেই প্রশ্নের জবাবে ভারতীয় দলের হেড কোচ জানান, এটাই ভারতীয় ক্রিকেট। হারলে লোকজন সংঘাত, ঝামেলার মতো কথা বলেন। আর জিতলেই সব ঠিক হয়ে যায়।
ভারতে টি-টোয়েন্টি ও টেস্ট দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ
তবে যে দলের সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন গম্ভীর, সেটা অস্ট্রেলিয়ায় খেলা টেস্ট দলের থেকে আলাদা। আপাতত টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম গোছানো দল হল ভারত। অন্যদিকে টেস্ট দলের একাধিক খেলোয়াড় কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছে। অস্ট্রেলিয়ায় রোহিত শর্মা, বিরাট কোহলিরা একেবারে ফর্মে ছিলেন না। ব্যাটিংয়ের অবস্থা খুব খারাপ ছিল। বোলিংয়ে জসপ্রীত বুমরাহ একমাত্র ভরসা ছিলেন। আর সেটার ফল যা হওয়ার, তাই হয়েছিল অস্ট্রেলিয়ায়। ১-৩ ব্যবধানে হেরে গিয়েছিল ভারতীয় টেস্ট দল।
আরও পড়ুন: ‘যুবরাজ চাইত এমন ইনিংস খেলি…’! ম্যাচের সেরা হয়ে গম্ভীর-সূর্যকে কৃতিত্ব রেকর্ডবয় অভিষেকের
কোচ গম্ভীরের টি-টোয়েন্টি রেকর্ড দুর্দান্ত
টেস্ট দলের সেই ধাক্কা কাটিয়ে তিন সপ্তাহের মধ্যে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে জিতিয়েছেন গম্ভীর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় দলের হেড কোচের রেকর্ড দুর্দান্ত। আর রবিবার তো ওয়াংখেড়েতে ভারতের টি-টোয়েন্টিতে ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয় ছিনিয়ে নিয়েছেন গম্ভীররা। ১৫০ রানে জিতেছে ভারত। এমনকী অভিষেক শর্মার কাছে হেরে গিয়েছে। অভিষেক ৫৪ বলে ১৩৫ রান করেন। আর ইংল্যান্ড ৯৭ রানেই অল-আউট হয়ে যায়।
অভিষেক ঝড়ের সামনে উড়ে গিয়েছে ইংল্যান্ড
রবিবার মূলত অভিষেকের ঝড়ের কাছেই উড়ে গিয়েছে ইংল্যান্ড। এমনিতেই সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিল। তারইমধ্যে ওয়াংখেড়েতে ঝড় তোলেন অভিষেক। ২৫০ স্ট্রাইক রেটে ১৩৫ রান করেন। সাতটি চার মারেন। ১৩টি ছক্কা হাঁকান। যা ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা। আবার শুভমন গিলকে টপকে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রানের নজির গড়েছেন অভিষেক। তাছাড়া ১৩ বলে ৩০ রান করেন শিবম দুবে। ১৫ বলে ২৪ রান করেন তিলক বর্মা।
তারপর ফিল সল্টের মারকুটে ব্যাটিং সত্ত্বেও ইংল্যান্ডকে ১০.৩ ওভারেই অল-আউট করে দেয় ভারত। ২৩ বলে ৫৫ রান করেন সল্ট। ভারতের হয়ে তিনটি উইকেট নেন মহম্মদ শামি। ২.৩ ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, শিবম এবং অভিষেক শর্মা। এক উইকেট নেন রবি বিষ্ণোই।