১৭ মরশুমের আইপিএল ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার খেতাবি লড়াইয়ে নেই চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স অথবা আরসিবির কেউ। আগের ১৬টি মরশুমের মধ্যে ১৪ বার এই তিন দলের কেউ না কেউ ফাইনালের যোগ্যতা অর্জন করে।
এবছর চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। চেন্নাই একেবারে শেষ মুহূর্তে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়। তারা শেষ লিগ ম্যাচে আরসিবির কাছে হেরেই শেষ চারে যাওয়ার সুযোগ হাতছাড়া করে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স এবছর লাস্টবয় হিসেবে লিগ পর্ব থেকেই বিদায় নেয়।
আরসিবি লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে-অফে উঠলেও এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায়। ফলে ফাইনালে উঠতে পারেননি বিরাট কোহলিরা। লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে ওঠা কলকাতা নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট পকেটে পোরে। সানরাইজার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে পরাজিত করে খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে। সুতরাং, এবার আইপিএল ফাইনালে সম্মুখসমরে নামছে কেকেআর ও সানরাইজার্স।
আরও পড়ুন:- SRH-এর বিরুদ্ধে IPL 2024 ফাইনালে কাদের মাঠে নামাবে KKR? দেখুন সম্ভাব্য একাদশ
এর আগে চেন্নাই, মুম্বই ও আরসিবিকে ছাড়া আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ ও ২০২২ সালে। ২০১৪ সালে আইপিএলের ফাইনালে সম্মুখসমরে নামে কিংস ইলেভেন পঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স। সেবার ফাইনালে পঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা।
২০২২ সালে আইপিএল ফাইনালে ওঠে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস। সেবার ফাইনালে রাজস্থানকে হারিয়ে আইপিএলের ট্রফি ঘরে তোলে গুজরাট টাইটানস। উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়র লিগে গুজরাটের সেটিই ছিল প্রথম মরশুম।
আইপিএল ফাইনালের সার্বিক ইতিহাস:-
কেকেআর যদি ২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন হয়, তবে এটি হবে তাদের তৃতীয় আইপিএল খেতাব। সানরাইজার্স চ্যাম্পিয়ন হলে এটি হবে তাদেরও তৃতীয় খেতাব। যদিও হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি একবার ডেকান চার্জার্স নামে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।