রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াও মুম্বইয়ে নিউজিল্যান্ডের কাছে ২৫ রানে হেরেছে। এই পরাজয়ের ফলে এই সিরিজে ভারতকে ০-৩ ব্যবধানে হারের মুখে পড়তে হয়েছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম টিম ইন্ডিয়া তিন বা তার বেশি ম্যাচের সিরিজে ঘরের মাঠে ক্লিন সুইপ করেছে। ভারতের এই পরাজয়ের পর প্রাক্তন স্পিনার হরভজন সিংকে ক্ষুব্ধ দেখা গিয়েছে। এ সময় তিনি পিচ নিয়ে প্রশ্ন তোলেন।
পিচকেই আসল শত্রু বললেন হরভজন সিং-
ভারতের হারের পর হরভজন সিং টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘টার্নিং পিচগুলি আপনার শত্রু হয়ে উঠছে। অভিনন্দন NZ আপনারা আমাদের পরাজিত করেছেন। আমি বহু বছর ধরে এই কথা বলে আসছি। টিম ইন্ডিয়াকে আরও ভালো পিচে খেলতে হবে। এই টার্নিং পিচগুলো প্রত্যেক ব্যাটসম্যানকে খুব সাধারণ দেখাচ্ছে।’
আরও পড়ুন… IND vs NZ: আগেই কি বুঝেছিলেন ম্যাচটা হেরে যাবে! কোহলি আউট হতেই গম্ভীরের মুখে ভেসে উঠেছিল সেই আতঙ্ক
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে তৃতীয় ও শেষ টেস্টে রোহিত শর্মা এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্পিন ট্র্যাকের দাবি করেছিল বলে খবর উঠে এসেছিল। প্রথম দিনে পিচে খুব একটা টার্ন না হলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে বল এমনভাবে টার্ন করল যে ভারত নিজেদের ফাঁদেই পড়ে গেল। মুম্বই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি টিম ইন্ডিয়া।
আরও পড়ুন… IND vs NZ: এমন ঐতিহাসিক মাঠে টেস্ট ম্যাচ জেতাটা… এই জয় কখনও ভুলতে পারবেন না ডারিল মিচেল
রোহিত শর্মা লজ্জার রেকর্ড গড়লেন-
ভারতের এই পরাজয়ের সঙ্গে সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার নামে একটি লজ্জাজনক রেকর্ডও যোগ হয়েছে। টেস্ট দলের অধিনায়কত্ব নেওয়ার খুব বেশি সময় হয়নি, কিন্তু তিনি ভারতের দ্বিতীয় অধিনায়ক যিনি ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হেরেছেন। হ্যাঁ, এই তালিকায় তিনি পরাজিত করেছেন কপিল দেব ও মহম্মদ আজহারউদ্দিনের মতো কিংবদন্তিদের।
পিচ নিয়ে কী বললেন হরভজন সিং-
এই সিরিজ হারের পরে হরভজন সিং আরও একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখেষন, ‘আগের প্রজন্মের ব্যাটসম্যানরা কখনও এই ধরনের ট্র্যাকে খেলেননি। এই ট্র্যাকগুলি ২/৩ দিনের টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে। দলকে আউট করার জন্য এই পিচে আপনার মুরলি, ওয়ার্ন বা সাকলিনের দরকার নেই। যে কেউ, যে কাউকে আউট করে দিতে পারে।’
আরও পড়ুন… IND vs NZ: হুঙ্কার আগেই দিয়েছিলেন, এবার ইতিহাস গড়ে ভারতকে হারিয়ে কথা রাখলেন আজাজ প্যাটেল
হরভজন সিং এএনআই-কে কী বললেন?
এছাড়াও এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে হরভজন সিং জানান, ‘এই পুরো সিরিজটি আমাদের সকলের জন্য বেশ হতাশাজনক হয়েছে। নিউজিল্যান্ড যখন এখানে এসেছিল, প্রত্যাশা ছিল ফলাফল ৩-০ হবে এবং ভারত সিরিজ জিতবে। আমি শুধু বলতে পারি যে তারা আমাদেরকে ছাড়িয়ে গিয়েছি এবং তারা সেই কন্ডিশনের সুবিধা নিয়েছে। অধিনায়কের অবশ্যই দায়িত্ব আছে এবং একই সঙ্গে, দলও অধিনায়কের মতোই দায়ী।’
তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট মানে পাঁচ দিনের ম্যাচ ৫ দিন চলতে হবে এবং এতে যে দল ভালো খেলবে তাদেরই জিততে হবে। আমি মনে করি কন্ডিশনকে খুব বেশি টেম্পার করা উচিত নয় এবং আপনি যদি ভালো ক্রিকেট খেলতে চান, তাহলে আপনাকে ভালো উইকেটে খেলতে হবে। আমি মনে করি আমরা নিউজিল্যান্ডের মতো দলকে সহজেই ২-০ বা ২-১ ব্যবধানে হারাতে পারতাম।’