বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থেকেছেন যোগরাজ সিং। এবার এক ভয়ঙ্কর কাহিনী শোনালেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ সিং কেন এত নির্ভিক সেই বিষয়ে জানাতে গিয়ে এই কাহিনী উত্থাপন করেন যোগরাজ। কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং আন্তর্জাতিক স্তরে ভারতীয় ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু খুব বেশি সাফল্য পাননি। এরপরে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাঁর ছেলেকে প্রশিক্ষন দেওয়া শুরু করেন। ৬৬ বছর বয়সী যোগরাজ একটি ক্রিকেট অ্যাকাডেমি চালান, যার ভিডিয়ো কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি যোগরাজকে তাঁর অ্যাকাডেমি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এক সাক্ষাৎকারে যোগরাজ সিং-কে প্রশ্ন করা হয় ‘কেউ যদি আপনার অ্যাকাডেমিতে যোগদান করতে চায়, তাহলে তাঁর কোন মানসিকতা নিয়ে আসা উচিত?’ তারপরে তিনি যে গল্পটি শেয়ার করেছিলেন তা আজকের যুবরাজ সিং কিভাবে গড়ে উঠেছে এবং তাঁর অ্যাকাডেমির কিভাবে সৃষ্টি তার সংক্ষিপ্তসার।
তিনি উত্তরে বলেন, ‘প্রথমত, মৃত্যুর ভয় থাকা চলবে না। আমার বয়স যখন ৩ বছর, আমার বাবা আমার মাকে বলেছিলেন যে তিনি আমাদের বাঘ শিকারে নিয়ে যাবেন। আমার মা ভয় পেয়েছিলেন। আমার বাবা বলেছিলেন, ‘ওঁ যদি মারা যায় তবে তা কোন পার্থক্য তৈরী করবে না, কিন্তু আমি ওঁকে বাঘের মতো করে তৈরী করতে চাই'। এরপর আমরা শিকারে যাই। আমার বাবা একটি রাইফেল বহন করছিলেন, আমরা একটা মাচায় বসে ছিলাম। তারপরে বাঘ এল, আমি চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু আমার মা মুখ চেপে ধরেছিল। তখন আমার বাবা বাঘটিকে ৬ ফুট দূরত্ব থেকে গুলি করে মেরেছিলেন। মাথায় গুলি করে হত্যা করেছিলেন’।
গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘আমার বাবা আমাকে নামিয়ে আনার জন্য মাকে নির্দেশ দেওয়ায় অবাক হয়েছিলাম। বাবা এরপর আমাকে ধরে বলেছিলেন ‘বাঘের বাচ্চা কখনও ঘাস খায় না’, এই বিবৃতি আমার মনে প্রতিধ্বনিত হয়েছিল বারবার। তারপরে, বাবা আমাকে বাঘের উপর বসিয়ে তার রক্ত আমার ঠোঁটে এবং কপালে টিকা আকারে লাগিয়ে দেয়, সেই মুহূর্তের একটি ছবি এখনও বাড়িতে রয়েছে’। যোগরাজ শেষে বলেন, আমার অ্যাকাডেমি এরকমই নির্ভিক, যুবরাজও তাই।