ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় শনিবার। খেলায় ২ উইকেটে জয় পায় ভারত। দুরন্ত ব্যাটিং করেন তিলক বর্মা। এদিনের ম্যাচে ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন তিনি। মেরেছিলেন ৪টি চার এবং ৫টি ছয়। তাঁর এই পারফরম্যান্স মুগ্ধ করে সকলকে। গতকালের ম্যাচে বল হাতে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ডের বোলাররা। তবে তিলকের সামনে ব্যর্থ এদিন তাদের সব কৌশল। চেন্নাইয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিল ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে বেশ সমস্যায় পড়ে ভারত। এক এন্ড দিয়ে ক্রমাগত উইকেট পড়তে থাকলেও অপর এন্ডে শক্ত হাতে ব্যাটিং করে চলেছিলেন তিলক।
ম্যাচের এক পর্যায়ে ইংল্যান্ডের বোলার জোফ্রা আর্চারকে পিটিয়ে ছাতু করে দেন এই তরুণ ভারতীয় ব্যাটার। ৯ বলে ৩০ রান নেন তিলক। জোফ্ৰার বিরুদ্ধে বিধ্বংসী হয়ে ওঠার কারণ ম্যাচ শেষে ব্যাখ্যা করেন তিনি। তিলক বলেন, ‘আপনি যদি সেরা বোলারকে টার্গেট করেন তবে অন্য বোলারদের উপর চাপ তৈরি হয়। তাই আমাদের যখন ক্রমাগত উইকেট পড়ছিল তখন আমি ওদের সেরা বোলারকে টার্গেট করি। এটা উইকেটের অপর প্রান্তের ব্যাটারের কাজকেও সহজ করে দিয়েছিল। তাই আমি নিজের উপর ভরসা রেখেছিলাম এবং তার বিরুদ্ধে একটা চান্স নিয়েছিলাম। আমি আর্চারের বিরুদ্ধে যেই শটগুলি খেলেছি সেগুলি আগে আমি নেটে অনুশীলন করেছিলাম। মানসিকভাবে আমি তৈরি ছিলাম। তাই এটা আমায় ভালো ফলাফল দিয়েছে।’
উল্লেখ্য, প্রথমে বোলিং করে ভারত ইংল্যান্ডকে ১৬৫ রানে আটকে দেয়। বল হাতে ভালো পারফরম্যান্স করেন বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। ২টি করে উইকেট নেন তাঁরা। এছাড়াও একটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক জোস বাটলার। রান তাড়া করতে নেমে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। তবে তিলক বর্মার দুরন্ত হাফ-সেঞ্চুরির কারণে দ্বিতীয় টি-২০তে ২ উইকেটে জয় পায় ভারত। এর আগে প্রথম টি-২০ ম্যাচেও জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। বর্তমানে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গম্ভীর বাহিনী। ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে বুধবার, ২৮ জানুয়ারি।