ভারতীয় দল চিপকে শনিবার খেলতে নামবে দ্বিতীয় টি২০ ম্যাচে। সেখানেই টিম ইন্ডিয়া যদি এগিয়ে যেতে পারে তাহলে সিরিজ জয়ের দিকে এক ধাপ এগিয়ে যাবে। ইডেন গার্ডেন্সে ৭ উইকেটের জয়ের সৌজন্যেই এমনিতেই ১-০ সিরিজে এগিয়ে রয়েছে ভারত। সঙ্গে যদি চিপকেও জয় আসলে, তাহলে লিড বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাসের দিক থেকেও ভালো জায়গায় থাকবে দল।
সূর্যর নেতৃত্বে এ যেন অন্য ভারত-
গত বছরে সূর্যকুমার যাদব ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই টি২০ ফরম্যাটে টিম ইন্ডিয়া যেন অশ্বমেধের ঘোড়া। শ্রীলঙ্কা হোক বা বাংলাদেশ কিংবা দঃ আফ্রিকা আর এখন ইংল্যান্ড, ভারতকে আটকাতে বেশ বেগ পাচ্ছে দলগুলো। তাই তিলক বর্মা, বরুণ চক্রবর্তিদের চোখে মুখে ধরা পড়ছে ফিল গুড মেজাজের ছবি। সঙ্গে থাকছে আত্মবিশ্বাসও।
হোমগ্রাউন্ডে খেলার বিষয়ে উচ্ছসিত বরুণ-
চেন্নাইতে ভারতীয় দলের হয়ে খেলতে নামলে এটাই ঘরের মাঠে প্রথম ম্যাচ হবে বরুণ চক্রবর্তির। এই স্পিনার ইডেন গার্ডেন্সে গত ম্যাচে ৩ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের মেরুদণ্ড কার্যত ভেঙে দিয়েছিলেন। ২৩ রান দিয়ে তিনি তুলে নিয়েছিলেন ৩ উইকেট। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। চেন্নাইতে নেমে তিনি বলছেন, ‘ এটাই হোম গ্রাউন্ডে আমার প্রথম ম্যাচ হবে। আমার পরিবার বন্ধুরা খেলা দেখতে আসবে আমি সেই কারণে খুবই উচ্ছসিত’।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
বরুণের থেকে ধোসা খেতে চাইলেন তিলক-
চেন্নাইতে ম্যাচ খেলতে পারেন ওয়াসিংটন সুন্দরও,তিনিও তামিলনাড়ুর ছেলে। বিসিসিআই সম্প্রতি চেন্নাই টেস্টের আগে একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানেই তিলক বর্মা তামিলনাড়ুর দুই ছেলের থেকে চেয়ে নিলেন ট্রিট। আবদার করে বললেন, ‘আমাদের দলে এখানকার দুজন ক্রিকেটার রয়েছে, বরুণ এবং সুন্দর। তাঁদেরকে বলতে চাই, বরুণের থেকে আমি ক্রিস্পি ধোসা ব্রেকফাস্টে খেতে চাই। আর সুন্দরের বাড়িতে গিয়ে ডিনার করতে চাই ’।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
বিসিসিআইয়ের ভিডিয়ো-
এরপর তিলক বর্মা চেন্নাইয়ের স্পেশালিটি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘চেন্নাইয়ের কথা শুনলেই আমার মাথায় যেটা সবার প্রথমে আসে তা হল মাহি ভাই। বাকি সব তার পরে আসে। মাহি ভাই আর রজনিকান্ত স্যার, থালাইভা ’। বিসিসিআইয়ের দেওয়া সেই ভিডিয়োতে দেখা যায় ভারত-ইংল্যান্ড দুই দলের ক্রিকেটারদের দেখতেই বেশ ভিড় জমেছে বিমানবন্দরে।