বাংলা নিউজ > ক্রিকেট > County Championships: সারের বিরুদ্ধে নাটকীয় জয় সামারসেটের, ক্রাচে ভর দিয়েই মাঠে সতীর্থদের সঙ্গে উদযাপন টম ব্যান্টনের

County Championships: সারের বিরুদ্ধে নাটকীয় জয় সামারসেটের, ক্রাচে ভর দিয়েই মাঠে সতীর্থদের সঙ্গে উদযাপন টম ব্যান্টনের

ক্রাচে ভর দিয়েই মাঠে সতীর্থদের সঙ্গে উদযাপন ব্যান্টনের। ছবি- টুইটার।

County Championships: তৃতীয় দিনের খেলা শুরুর আগে ব্যান্টনের গোড়ালিতে চোট লাগে। তারপর আর খেলতে পারেননি তিনি।

শুভব্রত মুখার্জি:- চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল সমারসেট এবং সারে। ম্যাচ একেবারে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়‌। দিনের শেষ দিকে একটা সময় যখন মনে হচ্ছিল সারে হয়ত ম্যাচ ড্র করে দেবে, সেই সময়েই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় সমারসেট।

সারের হয়ে নবম উইকেট পার্টনারশিপে দাঁতে দাঁত চেপে লড়াই করছিলেন জর্ডন ক্লার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। ১১ ওভার ধরে সমারসেটের বোলারদের বিরুদ্ধে অসম্ভব একটা লড়াই চালান এই দুজনে। এই ১১ ওভারে একটি রানও ব্যাট থেকে আসেনি। তবে তাদের এই পার্টনারশিপ শেষ পর্যন্ত ভেঙে দেন ইংল্যান্ডের হয়ে টেস্টে খেলা স্পিনার জ্যাক লিচ।

শেষ দুটি উইকেট তুলে নিয়ে তিনি সমারসেটের হয়ে এক অবিশ্বাস্য জয় এনে দেন। এর পরেই মাঠে ক্র্যাচে ভর দিয়ে প্রবেশ করেন কিপার ব্যাটার টম ব্যান্টন। ক্রাচে ভর দিয়েই সতীর্থদের সঙ্গে উদযাপনে মাততে দেখা যায় তাঁকে। যে ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন:- Vishnu Vinod Hits Century: ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার

প্রসঙ্গত জ্যাক লিচ সারের শেষ দুটি উইকেট তুলে নেন‌। প্রথমে তিনি আউট করেন জর্ডন ক্লার্ককে। এরপর তিনি ড্যান ওরেলকে এলবিডব্লিউ আউট করেন। মাত্র দুই বল খেলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপরেই খুশিতে ফেটে পড়েন সমারসেটের ক্রিকেটাররা। মাঠের বিভিন্ন প্রান্ত থেকে সমারসেটের ১১ জন ক্রিকেটার ছুটে আসেন ২২ গজের দিকে।

আরও পড়ুন:- UP T20 League: ৮ বলেই ম্যাচ শেষ, সুপার ওভারে ভুবিকে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তুললেন সমীর রিজভি- ভিডিয়ো

এই জয়, এই উল্লাসের মধ্যে সবথেকে বড় যে চিত্রটি সামনে উঠে আসে তা হল ক্রাচে ভর দিয়ে মাঠে ছুটে আসেন টম ব্যান্টন। ২২ গজের দিকে পৌঁছে যান তিনি। তৃতীয় দিনের খেলা শুরুর আগে তাঁর গোড়ালিতে চোট লাগে। তারপর আর খেলতে পারেননি তিনি। তবে দলের অনবদ্য জয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। ক্রাচে ভর করেই তিনি যোগ দেন এই উদযাপনে।

আরও পড়ুন:- IND vs BAN Test History: টেস্টে বাংলাদেশের উপরে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত, ২৪ বছরের খরা কাটাতে পারবেন শাকিবরা?

ম্যাচে একটা সময়ে ১৫০ রানে এগিয়ে ছিল সমারসেট। ব্যান্টন একটি গুরুত্বপূর্ণ ৪৬ রানের ইনিংস খেলেন। ফলে ম্যাচে লিড বেড়ে দাঁড়ায় ২০০'র বেশি। কার্যত এক পায়ে দাঁড়িয়ে এই লড়াকু ইনিংস খেলেন ব্যান্টন। ঘটনাচক্রে প্রথম ইনিংসে তিনি একটি শতরানও করেছিলেন।

এরপর বাকি কাজটা করেন সমারসেটের দুই স্পিনার। জ্যাক লিচ, আর্চি ভন মিলে দুটি ইনিংসে নেন ২০টি উইকেট। ঘটনাচক্রে ১৮ বছর বয়সী আর্চি ভন আবার প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের পুত্র। সারের দ্বিতীয় ইনিংসে দুই স্পিনার পাঁচটি করে উইকেট নিয়েছেন। ফলে দল এক অনবদ্য জয় পেয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ব্রালেটের সঙ্গে লাল শাড়িতে অনন্যা আলিয়া! কার হাত ধরে এলেন কাজলদের পুজোয়? 'IPL নিলামে কত দর উঠবে আমার?', পন্তের প্রশ্নে নেটপাড়া বলল 'মদ খেয়ে টুইট করো না' শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.