ক্রিকেটারদের চোট-আঘাত থেকে বাঁচাতে প্যাড-গ্লাভসের মতো নানাবিধ সেফটি কিটস রয়েছে। তবে হেলমেটের প্রচলনের পরে ব্যাটসম্যানরা সম্ভবত বাইশগজে সব থেকে বেশি নিরাপদ বোধ করেন। যদিও ভুল ভাঙে পরে। বোলারদের বিষাক্ত বাউন্সারের আঘাত থেকে বাঁচাতে হেলমেটও যে যথেষ্ট নয়, তা বোঝা যায় পরবর্তী সময়ে।
ব্যাটসম্যানদের মাথা বাঁচাতে হেলমেটের মান ও নকশা নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তার পরেও ব্যাট করার সময় হেলমেটে বলের হালকা আঘাত লাগলেও খেলা থামিয়ে কনকাশন টেস্টের নিয়ম চালু করে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এই সেফটি ফার্স্ট নীতিকে ভিন্ন মাত্রা দিতে পারে কিউ কলার। অন্যান্য বেশ কিছু খেলায় প্রচলন থাকলেও এতদিন ক্রিকেটের আঙিনা থেকে দূরে ছিল ছোট্ট এই সেফটি ডিভাইসটি। শেষমেশ টম কোহলার-ক্যাডমোরের দৌলতে ক্রিকেটেও চোখে পড়ে কিউ কলারের ব্যবহার।
দ্য হান্ড্রেডে ব্যাট করার সময় ক্যাডমোরের ঘাড়ের পিছন দিকে লাগানো এই ডিভাইসটি নজর কাড়ে ক্রিকেটমহলের। খোঁজখবর নেওয়া শুরু হয়ে যায় এর প্রয়োজনীয়তা ও কার্যকরীতা নিয়ে।
আরও পড়ুন:- T10 Cricket: ৬,৬,০,৬,৬,৬, অল্পের জন্য ছয় ছক্কায় যুবরাজদের ছোঁয়া হল না আজমের- ভিডিয়ো
কিউ কলার আসলে কি:-
মার্কিন বাণিজ্যিক সংস্থা কিউ থার্টি ইনোভেশনস-এর ব্রেন চাইল্ড একটি ডিভাইস হল কিউ কলার। ঘাড়ের চারপাশে লাগানো হয় এই সরু ডিভাইসটি, যা মস্তিষ্কে রক্তচলাচল নিয়ন্ত্রণ করে বলে দাবি করা হয়। মাথায় আঘাত লাগলে অভিঘাত সহ্য করার ক্ষেত্রে বড় ভূমিকা নেয় এই ডিভাইসটি। এটিকে অ্যান্টি কনকাশন ডিভাইস হিসেবেও বর্ণনা করা হয়।
ক্রীড়াজগতে কিউ কলারের প্রচলন কতটা:-
বাস্কেটবল, মার্শাল আর্টস, আইস হকির মতো খেলায় আগে থেকেই প্রচলন ছিল কিউ কলারের। তবে ডিভাইসটি আলোচনায় উঠে আসে এবছর মহিলা ফুটবল বিশ্বকাপের আসরে। ফিফা মহিলা বিশ্বকাপে বহু ফুলবলারকে এই ডিভাইসটি ব্যবহার করতে দেখা যায়।
ক্রিকেটে এর কার্যকরীতা কতটা:-
বিশেষজ্ঞদের একাংশ কিউ কলারের কার্যকরীতা নিয়ে সংশয় প্রকাশ করলেও এর জনপ্রিয়তা ও প্রচলন ক্রমে বেড়ে চলেছে। আসলে সহজেই ব্যবহার করা যায় এবং এটি ঘাড়ে লাগিয়ে খেলতে বিন্দুমাত্র অসুবিধা হয় না বলেই খেলোয়াড়রা বাড়তি সতর্কতা হিসেবে কিউ কলার ব্যবহার করছেন। ক্রিকেটে মাথায় আঘাত এড়ানোর জন্য হেলমেট নির্ভরযোগ্য। তবে হেলমেটের ফাঁক এড়িয়ে ঘাড়ের পিছন দিকে বল লাগলে তা কতটা মারাত্মক হতে পারে, তা বোঝা যায় ফিল হিউজের মৃত্যুর পরে। এখন দেখার যে ক্রিকেটের ময়দানে কিউ কলার ব্যবহারে দুর্ঘটনা এড়ানো যায় কিনা।