ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোক্সকে এবার সমর্থন করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। স্লো ওভার রেটের জন্য ক্রাস্টচার্চ টেস্টে দুই দলের অধিনায়ক ক্রিকেটারদেরই আইসিসির কোপের মুখে পড়তে হয়েছে। সেই নিয়েই এবার স্টোক্সের পাশে দাঁড়িয়ে আইসিসিকেও একটু ভেবে দেখার পরামর্শ দিলেন কিউয়ি অধিনায়ক।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলা হয় পিচের ওপর ভিত্তি করে। অর্থাৎ সেনা দেশগুলোয় সিম বা পেস বোলাররা বেশি ব্যবহৃত হন, আবার এশিয়ান উইকেটে স্পিনারদের বেশি দেখা যায় বোলিংয়ে। সেক্ষেত্রে নির্দিষ্ট ওভার রেটের ক্ষেত্রে একটা তারতম্য থেকেই যায়। সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পয়েন্ট কাটা যায় স্লো ওভার রেটের জন্য। এছাড়াও তাঁদের ফাইন করা হয়।
আরও পড়ুন- ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
ওভার রেটের বইতে সই করছেন না স্টোক্স-
এই নিয়েই মুখ খুলে আইসিসিকে কার্যত এক হাত নিয়েছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোক্স। প্রথম টেস্ট মাত্র সাড়ে চার দিনে শেষ হয়ে যাওয়ার পরেও যেভাবে দুই দলের পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাতে বিরক্ত স্টোক্স। তিনি সরাসরি জানাচ্ছেন, এই নিয়ে গত ১ বছরের বেশি সময় ধরে তিনি আইসিসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ম্যাচ শেষে ওভার রেটের শিটে অর্থাৎ লগ বুকে সই করেননি।
আইসিসির ওপর বিরক্ত স্টোক্স-
গতবছর অ্যাসেজে ইংল্যান্ডের অনেক পয়েন্টই কাটা গেছিল স্লো ওভার রেটিংয়ের জন্য। বেন স্টোক্স বলছেন, ‘গতবার অ্যাসেজ থেকেই আমি আর ওভার রেট শিটে সই করি না। ওভার রেট নিয়ে প্রায় ১ বছর হয়ে গেল আমি কিছু মন্তব্য করেছিলাম, কিন্তু এখনও আইসিসির তরফ থেকে কোনও সদুত্তর আমরা পাইনি। কোনও দলই চায়না আসতে খেলতে বা ধীরে বোলিং করতে। তবে ফিল্ডিং সেটের ব্যাপার থাকে, আর অনেক পরিবর্তনের বিষয় থাকে। যেগুলোর কথাও ভেবে দেখা উচিত। এশিয়াতে কখনই স্বো ওভার রেটের ইস্যু দেখা যায় না, কারণ ওখানে স্পিন বোলিং বেশি হয়। ফলে এটাও মাথায় রাখা উচিত, যেখানে সিম বোলিং বেশি হবে সেখানে ওভার রেট কিছুটা আলাদা হবেই ’।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ধাক্কা খেয়েছে পয়েন্ট কাটা যাওয়ায়-
স্লো ওভার রেটের শাস্তির জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকেই গেছে ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডেরও তিন পয়েন্ট কাটা যাওয়ার ফলে তাঁদেরও ফাইনালে যাওয়ার যে ক্ষীণ আশা ছিল, তাও খানিকটা নষ্ট হয়ে গেছে। এবার এই নিয়েই তাই স্টোক্সের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
স্লো ওভার রেটের নিয়ম পুনর্বিবেচনার আর্জি-
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে লাথাম বলেন, ‘এক ঘন্টায় ওই নির্দিষ্ট ১৫ ওভার শেষ করা খুবই চ্যালেঞ্জিং কাজ, যদি বল বাউন্ডারিতে যায় একটু বেশি। আমরা দেখেছি সাবকন্টিনেন্টগুলোয় স্পিন খুব বেশি ব্যবহার হয়, তাই সেখানে স্লো ওভার রেট খুব একটা বড় বিষয় হয় না। কোনও দলই চায় না ওভার রেটে পিছিয়ে থাকতে, কিন্তু ১ ঘন্টায় ১৫ ওভআরটা বেশ চ্যালেঞ্জিং, তাই আমার মনে হয় ওভার রেটের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত ’।
দ্বিতীয় টেস্টেও মাত্র ১ স্পিনার-
দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে। সেখানে দুই দলই প্রথম টেস্টের একাদশকেই ধরে রাখছেন। দুই দলের ২২ জন ক্রিকেটারের মধ্যে মাত্র ১ জন স্পেশালিস্ট স্পিনার রয়েছে। সেক্ষেত্রে বেসিন রিজার্ভেও ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দল আবারও স্লো ওভার রেটের দায় শাস্তির মুখে পড়তে পারে। ২০২৩ সালে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল কিউয়িরা, সেরকমই কিছু আবার করে দেখাতে মরিয়া টম লাথামরা।