বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে ঠিক আছে কী ভারতীয় শিবির? তেমনটা কিন্তু মনে হচ্ছে না। অস্ট্রেলিয়া সফরে লজ্জাজনক ফলাফলের পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একাধিক ক্রিকেটারের সম্পর্ক ভালো নেই বলে জানা যাচ্ছিল। তবে এরপর সবকিছু ঠিক হয়ে গেছিল বলেই মনে হচ্ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং ওডিআই সিরিজে ভারত জয় পেয়েছিল। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের একবার চর্চায় ভারতীয় দলের অন্দরের দ্বন্দ্ব। ANI-র এক রিপোর্টে দাবি করা হয়েছে যে এক তারকা উইকেটকিপার ব্যাটসম্যান সুযোগ না পাওয়ার জন্য গৌতম গম্ভীরকে দোষারোপ করেছেন।
রিপোর্টে যদিও কোনও নাম উল্লেখ করা হয়নি। তবে বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে চর্চা চলছে। রিপোর্টে বলা হয়েছে, ‘সূত্র মারফত এটা নিশ্চিত করা হয়েছে যে ভারতীয় দলের এক উইকেটকিপার, কোচ গৌতম গম্ভীরের উপর অসন্তুষ্ট। এই ক্রিকেটার দলের প্রথম পছন্দের উইকেটকিপার নয়। তিনি মনে করেন যে ৫০ ওভারের ফরম্যাটে দলে জায়গা হারানোর কারণটি বাহ্যিক।’
তবে কে এই উইকেটকিপার? অবশ্যই কেএল রাহুল না। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম পছন্দের কিপার-ব্যাটার। এই ডানহাতি ব্যাটার বেশ কিছুদিন ধরেই নিয়মিত ভাবে ৫০ ওভারের ক্রিকেটে ৬ নম্বর ব্যাট করে আসছেন। ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করেছিলেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খুব বেশি রান করতে পারেননি তিনি। তবে কোচ গৌতম গম্ভীর নিশ্চিত করেছিলেন যে বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে দলে রাহুলই থাকবেন।
অন্যদিকে যেই নামটি নিয়ে চর্চা চলছে সেটি হল ঋষভ পন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন তিনি। যদিও দুবাইয়ে প্রথম দিনের অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন ঋষভ। সোমবার বেশ সমস্যার মধ্যে দেখিয়েছিল তাঁকে। তবে ভারতীয় শিবির আশা করছে যে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে খেলার সুযোগ না পাওয়া ঋষভের চোট কোনও গুরুতর আকার নেবে না। এছাড়াও চর্চায় রয়েছে সঞ্জু স্যামসন এবং ইশান কিষানের নাম। ইশান একটা সময় সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। তবে ঘরোয়া ক্রিকেট খেলার BCCI-এর ফরমান না মানার কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার নজির রয়েছে তাঁর। ওডিআই বিশ্বকাপে ভারতের রিসার্ভ উইকেটকিপার ছিলেন তিনি।