পূর্বাভাস ছিলই। সেই মতো রবিবার সন্ধ্যায় গুয়াহাটির আকাশ মেঘে ঢেকে যায়। রাজস্থান রয়্যালস বনাম কেকেআর ম্যাচ শুরুর ঠিক আগেই বৃষ্টি নাম গুয়াহাটিতে। ফলে ঢাকা পড়ে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের বাইশগজ। বাধ্য হয়েই পিছিয়ে দেওয়া হয় টসের সময়। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স, উভয় দলই ইতিমধ্যে প্লে-অফে জায়গা করে নিয়েছে। সেক্ষেত্রে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে দু'দলের প্লে-অফ খেলা আটকাবে না। তবে এক্ষেত্রে বড়সড় ক্ষতি হয়ে যাবে রাজস্থান রয়্যালসের।
কেকেআর বাকিদের ধরাছোঁয়ার বাইরে গিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত করেছে। সুতরাং, তারা প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে। তাই রাজস্থান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও তারা লিগ টেবিলের এক নম্বরেই থাকবে। সেক্ষেত্রে ১৪ ম্যাচে কলকাতার সংগ্রহে থাকবে ২০ পয়েন্ট।
তবে ম্যাচ ভেস্তে গেলে তিন নম্বরে থেকে প্লে-অফের বৃত্তে ঢুকতে হবে রাজস্থান রয়্যালসকে। সেক্ষেত্রে এলিমিনেটরে মাঠে নামতে হবে সঞ্জু স্যানসনদের। কেননা খেলা যদি না হয়, সেক্ষেত্রে রাজস্থান ও কলকাতা উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে। ১ পয়েন্ট পেলে রাজস্থানের সংগ্রহ দাঁড়াবে ১৪ ম্যাচে সাকুল্যে ১৭ পয়েন্ট।
তখন সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে রাজস্থানের পয়েন্ট সংখ্যা সমান হয়ে দাঁড়াবে। হায়দরাবাদ রবিবারই পঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে। রাজস্থানের থেকে হায়দরাবাদের নেট রান-রেট ভালো। তাই সমান পয়েন্টে দাঁড়িয়ে থাকলে হায়দরাবাদ পয়েন্ট তালিকার দুই নম্বরে থেকে লিগপর্ব শেষ করবে।
লিগ টেবিলের প্রথম দুইয়ে থেকে প্লে-অফে উঠলে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামার সুযোগ পাওয়া যাবে। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ারে হারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে না। তখন দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ মিলবে। অর্থাৎ, লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকলে ফাইনালের টিকিটের জন্য দু'বার লড়াই করা যাবে।
আরও পড়ুন:- T20 বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, চোখ রাখুন সেরা পাঁচে
তবে তিন ও চার নম্বর দলকে এলিমিনেটরের লড়াইয়ে নামতে হবে। সেক্ষেত্রে প্লে-অফের প্রথম ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। তার উপরে এলিমিনেটর জিতলেও ফাইনালের টিকিট নিশ্চিত নয়। সেক্ষেত্রে এলিমিনেটর জিতে ফাইনালে ওঠার জন্য ফের দ্বিতীয় কোয়ালিফায়ারের বাধা টপকাতে হবে।
গুয়াটাহিতে বৃষ্টিত জন্য রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই যদি হয়, তবে ভাগ্যের হাতে মার খেতে হবে সঞ্জু স্যামসনদের।