দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দেখা যাবে তাঁকে। অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যাট হাতে রান করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এবার নিজের ফর্মে ফিরতে রঞ্জিকে হাতিয়ার করছেন বিরাট। যদিও মনে করা হচ্ছে বোর্ডের চাপেই রঞ্জি খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভরাডুবির পর ১০ দফা নির্দেশিকা জারি করা হয়েছে বিসিসিআই-এর তরফে। যেখানে বলা হয়েছে যে সব আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। সেই মতো এবার একাধিক ক্রিকেটারকে রঞ্জি খেলতে দেখা যাবে। আগামী ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লির। ৩০ জানুয়ারি ম্যাচ রয়েছে রেলওয়েজের বিরুদ্ধে, সব কিছু ঠিক থাকলে সেই ম্যাচে ব্যাট হাতে নামবেন বিরাট।
বিরাট কোহলি শেষবার রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন ২০১২ সালের নভেম্বরে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে গ্রুপ বি-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি। সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় পেয়েছিল ইউপি। দিল্লির হয়ে সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। উত্তরপ্রদেশের হয়ে মুকুল ডাগার এবং মহম্মদ কাইফ দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। কোহলি যখন আরও একবার রঞ্জি খেলতে নামছেন তখন চলুন দেখে নেওয়া যাক সেই ২০১২-র দিল্লি দলের ক্রিকেটাররা কোথায় রয়েছেন এখন।
গৌতম গম্ভীর:
দিল্লি দলের প্রাক্তন অধিনায়ক ২০১৮ সালে ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন। ২০২৪-এর জুলাই মাস থেকে ভারতের পুরুষ ক্রিকেট দলের হেড কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন তিনি। গম্ভীরের অধীনে ভারতীয় দল এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে।
বীরেন্দ্র সেহওয়াগ:
এই বিধ্বংসী ভরতীয় ব্যাটসম্যান ২০১৫ সালে ক্রিকেটকে বিদায় জানায়। তারপর থেকে ধারাভাষ্যকর হিসাবে কাজ করা শুরু করেন তিনি। নিজের হাস্যরসের কারণে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন সেহওয়াগ।
উন্মুক্ত চাঁদ:
ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার একটা সময় ভারতীয় ক্রিকেটে বেশ প্রচার পেয়েছিলেন। তবে এই মুহূর্তে আমেরিকায় থাকেন তিনি, সেখানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অংশগ্রহণ করেছেন। শোনা যাচ্ছে এই মুহূর্তে আমেরিকার জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার যোগ্যতা লাভ করেছেন উন্মুক্ত।
মিঠুন মানহাস:
ঘরোয়া ক্রিকেটের একজন পরিচিত নাম মিঠুন। তিনি শেষ ২০১৭ সালে ক্রিকেট খেলেছিলেন। অবসরের পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হন তিনি। শেষ গুজরাট টাইটান্স দলের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন।
পুনিত বিস্ত:
২০২৩ সাল থেকে পুনিত মেঘালয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলে আসছেন।
সুমিত নারওয়াল:
২০১৭ সালে ক্রিকেট কে বিদায় জানিয়েছেন সুমিত। তিনি প্রচারের আলোয় থাকতে একেবারেই পছন্দ করেন না। বর্তমানে ৪২ বছর বয়সী এই ক্রিকেটার একান্তে নিজের জীবন উপভোগ করছেন।
প্রদীপ সাংওয়ান:
৩৪ বছর বয়সী প্রদীপকে ২০২৩ সালে শেষবার দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল।
আশিস নেহেরা:
২০১৭ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর কোচ হিসাবে কাজ করছেন নেহেরা। বর্তমানে তিনি গুজরাট টাইটান্স দলে রয়েছেন। মাঝে মাঝে তাঁকে ধারাভাষ্যকর হিসাবেও বিভিন্ন চ্যানেলে দেখা যায়।
ইশান্ত শর্মা:
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই অভিজ্ঞ ভারতীয় পেসার। ২০২৫ আইপিএলে তাঁকে গুজরাট টাইটান্স দলের হয়ে খেলতে দেখা যাবে।
বিকাশ মিশ্র:
এই তালিকায় সবচেয়ে কম বয়সী ক্রিকেটার বিকাশ। বর্তমানে তাঁর বয়স ৩২। ২০২৪ সালে তিনি শেষবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন।