শুভব্রত মুখার্জি:- ভারত অধিনায়ক রোহিত শর্মা মাঠ এবং মাঠের বাইরে বরাবরের বর্ণময় চরিত্র। ম্যাচ চলাকালীনও মাঝে মাঝেই তাঁকে তাঁর সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাততে দেখা যায়। হালকা চালে কখনও অভিভাবকের মতন শাসনও করতে দেখা গিয়েছে তাঁকে। বরাবর বেশ হাসি খুশি মেজাজেই থাকেন তিনি।
ম্যাচের যে কোন পরিস্থিতিতেই তিনি যে চাপে রয়েছেন তা দেখে বোঝার উপায় থাকে না। সেই রোহিত শর্মার ঝলক এবার দেখা গেল মুম্বইয়ের রাস্তাতে! যেখানে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে, ছবি তুলতে দেখা যায় তাঁকে। সেখানেই তাঁর করা হালকা চালের একটি মন্তব্য ভাইরাল হয়েছে।
এক ভক্তকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায় এখানে ট্রাফিক বেড়ে যাবে। অর্থাৎ তাঁর সঙ্গে ছবি তোলাতে যদি ভক্তদের সমাগম বেশি হয়ে যায়, তাহলে রাস্তায় জ্যাম হতে পারে, ট্রাফিকের মুভমেন্ট স্লথ হয়ে যেতে পারে। সেই কারণেই ভক্তদের আবেদন জানান তিনি। অনেকেই এখানে দায়িত্বশীল নাগরিক হিসেবে রোহিতের ভূমিকার প্রশংসা করেছেন।
রোহিত শর্মা বরাবর ভারতীয় সমর্থকদের কাছে খুব জনপ্রিয় চরিত্র। তাঁর মাটির মানুষের মতো স্বভাব তাঁর এই জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি রোহিতের এক আচরণে আরও মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা। ভক্তদের আবেদনে তিনি রাস্তাতেই ছবির জন্য দাঁড়িয়ে পড়েন। যাতে তারা তাঁর সঙ্গে ছবি তুলতে পারেন বা নিজস্বী নিতে পারেন। কয়েকটা ছবি তোলার পরে তিনি তাঁর সমর্থকদের অনুরোধ জানান রাস্তা থেকে সরে আসতে। না হলে ট্রাফিকের চলাচলে সমস্যা হতে পারে। একজন দায়িত্বশীল নাগরিকের মতো তিনি সকলকে রাস্তার ওই অংশ খালি করে দেওয়ার অনুরোধ জানান।
আরও পড়ুন:- T20I-এর পাওয়ার প্লে-তে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, বিশ্বরেকর্ড হেডের
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে রোহিতকে তাঁর ভক্তদের উদ্দেশ্যে এই আবেদন করতে দেখা গিয়েছে। রোহিতকে বলতে শোনা যায়, 'ট্রাফিক হো যায়গা ইধার' অর্থাৎ এখানে ট্রাফিক বেড়ে যাবে।
রোহিতকে শেষবার ভারতের হয়ে খেলতে দেখা গিয়েছে শ্রীলঙ্কাতে। সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ভারতকে নেতৃত্ব দেন তিনি। যদিও ওই সিরিজ হারতে হয়েছিল ভারতকে শেষ পর্যন্ত। এর পর ছুটিতে রয়েছে তিনি এবং গোটা ভারতীয় দল। আসন্ন দলীপ ট্রফিতে কয়েকজন ভারতীয় তারকাকে ২২ গজে ফিরতে দেখা যাবে। তবে রোহিত সম্ভবত সরাসরি ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ২২ গজে ফিরছেন না।