বাংলা নিউজ > ক্রিকেট > ক্রিকেট মাঠে ১৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! বল কুড়োতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে….

ক্রিকেট মাঠে ১৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! বল কুড়োতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে….

খেলার মাঠে ১৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু (ছবি-ফাইল ছবি)

শনিবার বিকেলে দিল্লিতে ক্রিকেট খেলার সময় একটি লাইভ তারের সংস্পর্শে আসার সময় একটি ১৩ বছর বয়সি ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পুলিশ সূত্র থেকে এই খবরটি জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে যে ছেলেটি পশ্চিম দিল্লির কোটলা বিহার ফেজ টু-এর একটি মাঠে খেলছিলেন এবং বল নিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

শনিবার বিকেলে দিল্লিতে ক্রিকেট খেলার সময় একটি লাইভ তারের সংস্পর্শে আসার সময় একটি ১৩ বছর বয়সি ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পুলিশ সূত্র থেকে এই খবরটি জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে যে ছেলেটি পশ্চিম দিল্লির কোটলা বিহার ফেজ টু-এর একটি মাঠে খেলছিলেন এবং বল নিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মাটির এক কোণে অবস্থিত একটি স্থানে বৈদ্যুতিক তার বহনকারী একটি লোহার খুঁটিতে সে বৈদ্যুতিক শক পেয়েছিল।  

দিল্লি পুলিশ জানিয়েছে যে ১০ অগস্ট দুপুর ১.৩০ টার দিকে একটি পিসিআর কল আসে, তারপরে ডিডিইউ হাসপাতাল থেকে তথ্য পাওয়া যায়। জানা গেছে, কোটলা বিহার ফেজ-২-এ ১৩ বছর বয়সি এক বালক ক্রিকেট খেলছিল এবং মাঠের কোণ থেকে বল সংগ্রহ করতে গেলে বৈদ্যুতিক তার বহনকারী লোহার খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

আরও পড়ুন… ভিডিয়ো: এ কেমন সেলিব্রেশন! পোল ভল্টে পদক জেতার পরে সকলকে অবাক করলেন অ্যালিসা নিউম্যান

রাজধানী দিল্লির রানহৌলায় অবস্থিত ক্রিকেট অ্যাকাডেমিতে শনিবার বিকেলে বৈদ্যুতিক শক লেগে ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম অজিত রাজ। পুলিশ তার দেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। 

অজিত রাজ পরিবারের সঙ্গে কোটলা বিহার ফেজে থাকতেন। সে সপ্তম শ্রেণির ছাত্র ছিল এবং স্থানীয় একটি স্কুলে পড়ত। অজিতের বাবা বেচন মাহাতো মুন্ডকা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি কারখানায় কাজ করেন। শনিবার বিকেলে স্থানীয় ক্রিকেট অ্যাকাডেমিতে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। অজিতও ক্রিকেটের অনুরাগী ছিলেন এবং তিনিও ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ম্যাচ দেখতে যেতেন।

আরও পড়ুন… IPL 2025: Gujrat Titans-এ আশিস নেহরার ভবিষ্যত অনিশ্চিত! কোথায় যাবেন দ্রাবিড় ও সাঙ্গাকারা

প্রত্যক্ষদর্শী চন্দন জানান, মাঠের চারদিকে লোহার জাল ছিল। এসব জাল সংযুক্ত করার জন্য বড় বড় লোহার পিলার বসানো হয়েছিল। অ্যাকাডেমি কক্ষে সংযোগ দেওয়ার জন্য একটি খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার স্থাপন করা হয়েছিল। কোথাও তার কেটে গেছে এবং যেহেতু প্রবল বৃষ্টি হচ্ছে, লোহার জালটিও হয়তো সেই সময়ে কারেন্ট বহন করছিল।

আরও পড়ুন… ভিনেশ ফোগাটের রুপোর পদক জয়ের আশা শেষ হয়ে যায়নি, CAS জানিয়ে দিল সিদ্ধান্ত কখন দেওয়া হবে

সেই সময়ে বল নিতে গিয়েছিল অজিত রাজ। প্রত্যক্ষদর্শীর মতে, উইকেটরক্ষকের পিছনে মাঠের পাশে দাঁড়িয়ে ছিল ছেলেটি। বলটি উইকেটরক্ষককে ফাঁকি দিয়ে জালের দিকে চলে যায় এবং তারপর অজিত দৌড়ে তা ধরতে যান। এ সময় জালের চারপাশে জল জমে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পিসিআর কলের মাধ্যমে পুলিশ ঘটনার খবর পায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে পিসিআর ভ্যানে করে ডিডিইউতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ BNS এর 106 (1) ধারায় এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করা হয়েছে। 

ক্রিকেট খবর

Latest News

সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর Pakistan Women বনাম South Africa Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? একাধিক নিয়ম ভেঙে রেজিস্ট্রেশন বাতিল সন্দীপের! উঠছে গুরুতর সব অভিযোগ বাহিনী জেরে স্কুলে বিদ্যুৎ বিল লাখের কাছে, কেন্দ্রের কাছে আদায় করতে চায় রাজ্য ১ কোটি টাকা নিয়ে অবসর! EPFO-তে জমবে আরও বেশি টাকা, বড় পরিবর্তন করতে পারে সরকার এখনও রমরমিয়ে চলছে বয়স ভাঁড়ানো, বিস্ফোরক সন্দেশ ঝিঙ্গান প্রেমিকাকে ইমপ্রেস করতে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমনের বাবাকে মিছিমিছি হুমকি! ‘রাজনৈতিক যোগ না থাকলে এত টাকা কোথা থেকে পাচ্ছেন জুনিয়র ডাক্তাররা?’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.