বাংলা নিউজ > ক্রিকেট > Washington Freedon in final- মার্কিন মুলুকে হেড-ম্যাক্সওয়েল ঝড়! কামিন্সদের হারিয়ে MLC-র ফাইনালে ওয়াসিংটন ফ্রিডম!

Washington Freedon in final- মার্কিন মুলুকে হেড-ম্যাক্সওয়েল ঝড়! কামিন্সদের হারিয়ে MLC-র ফাইনালে ওয়াসিংটন ফ্রিডম!

ট্রাভিস হেড। ছবি- এমএলসি (এক্স)

মেজর লিগ ক্রিকেটের ফাইনালে ওয়াসিংটন ফ্রিডম। ট্রাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েলের মারকাটারি ইনিংসের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি ইউনিকর্ন বোলাররা। মাত্র ১৫.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে প্রয়োজনিয় রান তুলে নেয় ওয়াসিংটনের দল। ৪৪ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন হেড, গ্লেন ম্যাক্সওয়েল ২৩ বলে করেন ৫৪ রান।

মেজর লিগ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল ওয়াসিংটন ফ্রিডম। প্লে অফ ম্যাচে ট্রাভিস হেড এবং গ্লেন ম্যাক্সেওয়েলের তাণ্ডবের সৌজন্যে সান ফ্রান্সিসকো ইউনিকর্নকে সহজেই হারিয়ে দিল হেডদের দল। এমনিতে নীল জার্সি দেখতে জ্বলে ওঠেন ট্রাভিস হেড, তবে এমএলসির এই ম্যাচে অবশ্য নীল জার্সির প্রতিপক্ষ না থাকালেও বিধ্বংসী ফর্মেই দেখা গেল অজি ওপেনারকে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে যেরকম ছন্দে গ্রুপ লিগে দেখা গেছিল, একইরকম ঢংয়ে ইউনিকর্ন বোলারদের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিলেন তিনি। সঙ্গী ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, সেই সুবাদে তাঁর দল জিতল ৭ উইকেটে তাও ২৭ বল বাকি থাকতেই। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ এখনও স্থির হয়নি।

আরও পড়ুন-টি২০তে নিজের খেলায় খুশি নন! এখন থেকেই ২৬-র বিশ্বকাপে ফোকাস করছেন শুভমন গিল…

ওয়াসিংটন ফ্রিডম দলের অধিনায়ক স্টিভ স্মিথ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা বোঝা যায় ওয়াসিংটন ফ্রিডমের বোলিংয়েই। ১৯ ওভারেই অলআউট হয়ে যায় সান ফ্রান্সিসকো ইউনিকর্ন দল, তারা করে ১৪৫ রান। ফিন অ্যালেন, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, শেন রাদারফোর্ড, জোস ইংলিসের মতো টি২০ স্পেশালিস্টরা পুরো ফ্লপ করেন এমএলসির প্লে অফে। অবশ্য ওয়াসিংটন দলের বোলারদের কৃতিত্ব কম নয়। মার্কো জানসেন নেন তিন উইকেট। নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র মাত্র ২.৪ ওভার হাত ঘুরিয়েই ১১ রান দিয়ে তুলে নেন চার উইকেট, আর তাতেই কার্যত মেরুদণ্ড ভেঙে যায় ইউনিকর্নের। শেষ দিকে সান ফ্রান্সিসকোর হাসান খান ৩৫ বলে ৫৭ রান করেন, ১৯ বলে ২৬ রান করেন কোরে অ্যান্ডারসন। সৌরভ নেত্রভালকর ভালো বোলিং করেন, চার ওভারে ২৩ রান দিয়ে নেন জোড়া উইকেট।

আরও পড়ুন-বাজবলের মতো পাকিস্তান ক্রিকেটেও নতুন স্টাইল আনতে চান টেস্ট কোচ জ্যাসন গিলেসপি

জবাবে ব্যাট করতে নেমে স্টিভ স্মিথের উইকেট দ্রুত তুলে নিলেও ট্রাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েলের মারকাটারি ইনিংসের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি ইউনিকর্ন বোলাররা। মাত্র ১৫.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় ওয়াসিংটন ফ্রিডম দল। ৪৪ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন হেড, গ্লেন ম্যাক্সওয়েল ২৩ বলে করেন ৫৪ রান। হেড মারেন ১০টি চার এবং ৩টি ছয়। ম্যাক্সেওয়েল মারেন চারটি বাউন্ডারি এবং পাঁচটি ওভারবাউন্ডারি। প্যাট কামিন্স একমাত্র ইউনিকর্নের হয়ে ভদ্রস্থ বোলিং করেন। 

আরও পড়ুন-প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ের ড্র! শুরু থেকেই পথ কঠিন নিখাত-লভলিনাদের… বাই পেলেন অমিত!

এই ম্যাচে হেরে গেলেও আরও একটা সুযোগ থাকছে ইউনিকর্নের কাছে ফাইনালে ওঠার। শনিবার প্লে অফে তাঁরা মুখোমুখি হবে ফ্যাফ ডুপ্লেসির টেক্সাস সুপার কিংসের। সেই ম্যাচের জয়ী দল সোমবার ফাইনালে মুখোমুখি হবে ওয়াসিংটন ফ্রিডমের।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

হাইকোর্টে নাক -কান কাটা গেল পুলিশের, গ্রেফতার ৯ যুবককে জামিন দিল কলকাতা হাইকোর্ট চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে খুনের হুমকি মালদা মেডিক্যালে RG করের প্রতিবাদে মণ্ডপে স্লোগান দিয়ে ধৃত ৯, হাইকোর্টে পরিবার, আগামীকাল শুনানি ব্রিটেনের যুবরাজের অনুরোধ ফিরিয়েছিলেন রতন টাটা, কারণ অবাক করার মতোই ‘আমাদের ভালোবাসার টেনিসকে তুমি গর্বিত করেছ,’ রাফার অবসরে আবেগঘন বার্তা ফেডেরারের Exclusive: ৫২টি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিল মোদী ক্যাবিনেট স্কুটার-মোটরবাইকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণ গেল ফুড ডেলিভারি এজেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের নয়া গাইডলাইন, NPS কন্ট্রিবিউশনের নতুন নিয়ম দু-হাতে ঢাকা স্তনযুগল! মা দুর্গার সামনে শরীর প্রদর্শন করায় কটাক্ষ মডেলকে গোটার বিরাট দাম,বাংলাদেশে এই প্রথম কেটে বিক্রি হচ্ছে ইলিশ, অসন্তুষ্ট ব্যবসায়ীরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.