ভারতীয় দলের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স অব্যাহত রাখলেন ট্র্যাভিস হেড। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান করে শিরোপা ছিনিয়ে নিয়ে চলে গেছিলেন। এরপর আইসিসি ওডিআই বিশ্বকাপেও ভারতে এসে শতরান করে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেন অজিদের এই বাঁহাতি ব্যাটার। এবার পিঙ্ক বল টেস্টেও বিরল নজির গড়লেন তিনি। পিঙ্ক বল টেস্টে দ্রুততম শতরানের প্রথম তিন স্থানেই রয়েছেন হেড।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
সব পজিশনেই ফিট হেড-
ট্র্যাভিস হেড তিন ফরম্যাটেই কতটা দক্ষ ব্যাটার সেটা প্রমাণ হয়ে যায় স্রেফ তাঁর ব্যাটিং পজিশন এবং পারফরমেন্স দেখেই। ওডিআই বা টি২০তে সচরাচর তাঁকে ওপেনিং করতে দেখা যায়। সেখানে তাঁর মারকাটারি ব্যাটিং অতীতে বহুবার দেখেছে ক্রিকেটবিশ্ব, রোহিত শর্মারা তো বটেই। আর টেস্টে পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসেও তিনি দরকারের সময় শতরান করলেন সিরাজ, বুমরাহদের বিপক্ষে।
গোলাপি বলের টেস্টে আবারও জ্বলে উঠলেন হেড-
অস্ট্রেলিয়ান এই ব্যাটার গোলাপি বলের টেস্টে সব সময়ই জ্বলে ওঠেন। অতীত পরিসংখ্যান বলছিল, তিনিই ছিলেন দিন রাতের টেস্টের অন্যতম সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। কারণ এর আগে ২০২২ সালে হোবার্টে এবং সেই বছরই অ্যাডিলেডের মাটিতে পিঙ্ক বল টেস্টে শতরান ছিল তাঁর। এবার ফের একবার গোলাপি বলে তিনি শতরান করে দেখিয়ে দিলেন, বাকিরা এই বলে খেলতে অসুবিধায় পড়লেও তিনি বেশ উপভোগই করেন।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
পিঙ্ক বল টেস্টে দ্রুততম শতরান হেডের-
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অস্ট্রেলিয়ান ট্র্যাভিস হেড। গোলাপি বলের টেস্টে দ্রুততম শতরান করলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। নিজের আগের রেকর্ড তিনি ভেঙে দিলেন এই টেস্টে ১১১ বলে শতরান করে। শতরানের পথে মারেন ১০টি চার এবং তিনটি ছয়। ২০২২ সালে হোবার্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১২ বলে পিঙ্ক বল টেস্টে শতরান ছিল তাঁর। সেই বছরই অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৫ বলে শতরান করেছিলেন গোলাপি বলের টেস্টে, এই ট্র্যাভিস হেড।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
পিঙ্ক বল টেস্টে প্রথম তিন দ্রুততম শতরানের মালিক হেড-
এদিনের এই রেকর্ডের সব গোলাপি বলের টেস্টে প্রথম তিন দ্রুততম শতরানের রেকর্ডই এখন ট্র্যাভিস হেডের ঝুলিতে। অজিদের এই ব্যাটার অ্যাডিলেডেই এই নিয়ে নিজের দ্বিতীয় পিঙ্ক বল শতরান করে ফেললেন। সিরাজের বলে বোল্ড হয়ে তিনি যখন ফিরলেন, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে ভারতের।
হেড শতরান করলেন ভারত হারে?
আর একটি পরিসংখ্যান ভারতীয় দলকে বেশ চাপে রাখবে, কারণ ২০২৩ সালের পর থেকে যখনই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের বিরুদ্ধে শতরান করেছেন হেড, ততবারই কিন্তু অস্ট্রেলিয়া বাজিমাত করে চলে গেছে। সেই মিথ যেন অ্যাডিলেডে ভেঙে যায় সেই আশাতেই থাকবেন রোহিত শর্মা, নাহলে যে সিরিজে সমতা ফিরিয়ে ফেলবে খোঁচা খাওয়ার বাঘের মতো তৈরি থাকা অস্ট্রেলিয়া।
প্রসঙ্গত হেডের পর রয়েছেন জোর রুট। তিনি ২০১৭ সালে এজবাস্টনে পিঙ্ক বল টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৯ বলে শতরান করেছিলেন। এরপর পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের আসাদ সাফিক। তিনি ২০১৬ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ১৪০ বলে শতরান করেছিলেন।