বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৬টায় ওমানের বিপক্ষে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবারের টি২০ বিশ্বকাপের আগে বেশ ছন্দেই রয়েছেন ট্রাভিস হেড, প্যাট কামিন্স , মিচেল স্টার্করা। আইপিএলে টানা খেলায়, প্রস্তুতি বেশ ভালো হয়েছে তাঁদের। সানরাইজার্সে অভিষেক শর্মার সঙ্গে বোলারদের ওপর বুলডোজার চালিয়ে দিয়েছিলেন গ্রুপ স্টেজের ম্যাচে, কিন্তু নকআউটে সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি ট্রাভিস হেড, যদিও জাতীয় দলের পার্টনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে তাঁর জুটি ক্লিক করবে বলেই আশা করছেন হেড। দীর্ঘদিন একসঙ্গে খেলায়, টি২০ বিশ্বকাপে ওয়ার্নারের পাশে রুদ্রমূর্তি ধারণের ইঙ্গিত দিয়ে রাখলেন ওডিআই বিশ্বকাপের ফাইনালে শতরান করা ট্রাভিস হেড।
আরও পড়ুন-টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের এই ৫ ক্রিকেটারকে চিনে নিন…
আইপিএলে তাঁর ব্যাট থেকে এসেছিল চার চক্কার ফুলঝুরি। অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে আইপিএলে এক ইনিংসে দলগত সর্বোচ্চ রানের ভিত গড়ে দিয়েছিলেন ট্রাভিস হেড। বিশ্বকাপে ওমানের বিপক্ষে নামার আগে তেমনই হুঙ্কার দিয়ে রাখলেন হেড, জানিয়ে দিলেন ওয়ার্নারের সঙ্গে তাঁর বোঝাপড়া বেশ ভালো, ব্যাট হাতে ফুল ফোটাতে চলেছেন তিনি। হেড বলছেন, ‘যে দলগুলোর বিরুদ্ধে আমরা খেলতে নামব, সবার বিরুদ্ধেই ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। প্রতিপক্ষ পরিচিত না হলেও, আমাদের প্রস্তুতি একইরকম থাকে। প্রত্যেক ক্রিকেটার নিজের মতো করেই তৈরি হয় ম্য়াচের আগে, মাঠে নেমে দলগতভাবে সেরা পারফরমেন্স দেওয়াই লক্ষ্য থাকবে আমাদের ’।
আরও পড়ুন-'অত দামি জামা পড়েছে দেখে, আমার দুদিন ঘুম আসেনি,' হাসি মশকরায় সত্যি কথা বলে ফেললেন পাক ক্রিকেটার!
আইপিএলে এক বাঁহাতি ব্যাটারের সঙ্গেই ওপেনিং করেছিলেন, এবার ফের আরেক বাঁহাতি ডেভিড ওয়ার্নারের সঙ্গে টি২০ বিশ্বকাপে ওপেনিং করবেন তিনি। প্রতিযোগিতা শুরুর আগে হেড বলছেন, ওয়ার্নার এবং তিনি, দুজন একে অপরকে সব সময়ই উদ্বুদ্ধ করেন। ট্রাভিস বলছেন, ‘আমরা দুজনেই বাঁহাতি ব্য়াটার, সব সময়ই একে অপরকে ভালো পারফরমেন্সের জন্য শুভেচ্ছা জানাই, যাতে আত্মবিশ্বাস বাড়ে। পাওয়ারপ্লেতে ডেভিড ওয়ার্নার স্পিনের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স করে। আমার সঙ্গে ওর জুটি বেশ ভালো, প্রত্যেক দল বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আসে, আমরাও তেমনভাবে নিজেদের প্ল্যান তৈরি করি। ওমান তাঁদের মতো প্ল্যান নিয়ে আসবে, ইংল্য়ান্ড আবার তাঁদের ক্ষমতা অনুযায়ী প্ল্যান করবে, তবে ডেভিডের সঙ্গে আমার পার্টনারশিপ খুব ভালো জায়গায় আছে ’ ।
আরও পড়ুন-বুমরাহ বুমরাহ করে লাফিয়ে লাভ নেই, ওকে সাপোর্ট দেবে কে? বড় প্রশ্ন অজি কিংবদন্তির
উল্লেখ্য গত একবছরে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপ সবই জিতেছে অস্ট্রেলিয়া। এবারের আইপিএলে ওয়ার্নারের পারফরমেন্স ভালো ছিল না, অজি অধিনায়ক মিচেল মার্শের খেলাও নজর কাড়েনি। কিন্তু বিশ্বকাপ আসলেই জ্বলে ওঠে অজিরা, ফলে বৃহস্পতিবার থেকেই ২০২১ সালে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা চেষ্টা করবেন, নিজেদের সেরাটা দিয়ে এই ফরম্যাটেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে।