ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে সেভাবে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া দল। আশা করেছিলেন অজি ভক্তরা, তাঁদের দল তাঁদের দেশে ভালো কিছু করে দেখাবে। কিন্তু কোথায় কি?উল্টে ভারতের কাছে বিশাল ২৯৫ রানে প্রথম টেস্টে হেরে বসেছে অজিরা। নিঃসন্দেহে তাঁদের যা দল, তাতে তাঁদের মধ্যে কামব্যাকের রসদ রয়েছে। তবে দলের মধ্যে একটা কোন্দলের আভাস পাওয়া গেছিল।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হারের পরই অস্ট্রেলিয়া দলের অন্দরে বিভাজন স্পষ্ট হয়। কারণ অজি দলের পেসার জোস হেজেলউড সরাসরি ব্যাটারদের দিকেই আঙুল তুলে দিয়েছিলেন পার্থে হারের পর। কারণ দ্বিতীয় ইনিংসে বিশাল ৫৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২৩৮ রানেই অলআউট আউট হয়ে যায় দল। আর প্রথম ইনিংসে অজিরা অলআউট হয় ১০৪ রানে।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
জোস হেজেলউডকে ম্যাচের পর পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, পরিস্থিতি নিয়ে প্রশ্নটা ব্যাটারদের করা উচিত। তিনি আপাতত রিল্যাক্স করছেন। ফিজিরও কাছে রিকভারি করবেন। আপাতত তাঁর ফোকাস দ্বিতীয় টেস্টের দিকে। ভারতীয় ব্যাটারদের কীভাবে আউট করা যায় সেই প্ল্যানই করতে চলেছেন তিনি।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
যদিও দলের মধ্যে একতার বার্তাই দিলেন গত ম্যাচে অর্ধশতরান করা ট্রাভিস হেড। তাঁর স্পষ্ট কথা, ‘আমার মনে হয় ওর কথা থেকে ভুল মানে বার করা হয়েছে, যেহেতু একটা সপ্তাহ আমাদের খারাপ গেছে। আমার সবার ঘুরেছি একসঙ্গে কাল, কিছুই বদলায়নি গ্রুপের ভিতর। আমরা একসঙ্গেই রয়েছি, সবার সঙ্গে সবার কথা হচ্ছে, যেমন প্রত্যেক ম্যাচের পর হয়। অবশ্যই আমরা হতাশ কিন্তু তাই বলে আমাদের মধ্যে কোনও বিভাজন নেই। ’। কামিনসও ম্যাচের পর বলেছিলেন, দলের মধ্যে ঐক্যতা রয়েছে। একসঙ্গে দল খেলছে এবং উপভোগ করছে।
যদিও প্রাক্তন অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট প্রশ্ন তুলে বলেছিলেন, ‘আমার মনে হয় হেজেলউডের কথা থেকে, ড্রেসিং রুমে কিছু সমস্যা রয়েছে। আমি জানিনা সত্যি এরকম কিছু রয়েছে কিনা ’। প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনও হেজেলউডের উক্তি নিয়ে প্রশ্ন করে বলেছিলেন, ‘আমি এর আগে কখনও কোনও অস্ট্রেলিয়ানকে দেখিনি, ব্যাটার এবং বোলার নিয়ে এমন বিভাজন তৈরি করতে ’।