বাংলা নিউজ > ক্রিকেট > 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস হেড- ভিডিয়ো

4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস হেড- ভিডিয়ো

ইংল্যান্ডের বিরুদ্ধে টানা আট বলে চার-ছক্কা ট্র্যাভিস হেডের। ছবি- গেটি।

England vs Australia 1st T20I: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাত্র ১৯ বলে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন ট্র্যাভিস হেড।

সেপ্টেম্বরের শুরুতেই স্কটল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে একসময় টানা ৮টি বলকে বাউন্ডারির বাইরে পাঠান ট্র্যাভিস হেড। তিনি সেই ম্যাচে ব্র্যাড হোয়েলের এক ওভারে ৬টি বাউন্ডারি মারেন। স্কটিশদের বিরুদ্ধে মাত্র ১৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ট্র্যাভিস হেড। সেই ধারা তিনি বজায় রাখলেন ইংল্যান্ড সিরিজেও।

বুধবার সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ফের এক ওভারের ৬টি বলকে বাউন্ডারির বাইরে পাঠালেন হেড। ফের টানা ৮টি বলে চার-ছক্কা মারেন অজি তারকা। এবার হেডের তাণ্ডবের শিকার স্যাম কারান।

সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ম্যাথিউ শর্টকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ট্র্যাভিস হেড। পাওয়ার প্লে-র একেবারে শেষ বলে ভাঙে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি। ৬ ওভারে ১টি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ করে নেয় ৮৬ রান।

ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কারানের ৬টি বলে ৩টি চার ও ৩টি ছক্কা মারেন হেড। সেই ওভারের ৬ বলে ট্র্যাভিস সংগ্রহ করেন যথাক্রমে ৪, ৪, ৬, ৬, ৬ ও ৪ রান। অর্থাৎ, কারানের ওভারে ৩০ রান তোলেন হেড। ষষ্ঠ ওভারে পুনরায় ব্যাট করার সুযোগ হলে সাকিব মাহমুদের পরপর ২টি বলে একটি ছয় ও ১টি চার মারেন তিনি। অর্থাৎ, টানা ৮টি বলে হেড মারেন ৪টি ছয় ও ৪টি চার।

আরও পড়ুন:- Ireland Scripted History: ৪৫ রানে অল-আউট থেকে অভাবনীয় উত্থান, শেষ বলের থ্রিলারে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের

ট্র্যাভিস ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ২৩ বলে ৫৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন হেড। মারেন সাকুল্যে ৮টি চার ও ৪টি ছক্কা।

আরও পড়ুন:- T20 Max: ভালো কথায় কাজ হয়নি, তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস

হেডের এমন তাণ্ডব সত্ত্বেও অস্ট্রেলিয়া ১৯.৩ ওভারে ১৭৯ রানে অল-আউট হয়ে যায়। ম্য়াথিউ শর্ট ২৬ বলে ৪১ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ২৭ বলে ৩৭ রান করেন জোশ ইংলিস। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৩ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন ক্যামেরন গ্রিন।

আরও পড়ুন:- Chahal Takes 9 Wickets: কাউন্টি ম্যাচে একাই ‘৯ উইকেট’ নিয়ে যুজবেন্দ্র চাহাল বোঝালেন, টেস্টের জন্য তৈরি

ইংল্যান্ডের হয়ে ৩ ওভারে ২২ রান খরচ করে ৩টি উইকেট নেন লিয়াম লিভিংস্টোন। ৩ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নেন সাকিব মাহমুদ। ৩.৩ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন জোফ্রা আর্চার। ১টি করে উইকেট নেন স্যাম কারান ও আদিল রশিদ।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি ডাক্তারদের যেমন ডিগ্রি আছে, আমারও আছে, আমাদেরও মানুষ নমস্কার করে, চতুর্থীতে মদন মহামায়ার পুজোয় থাক প্রকৃতির জন্য ভাবনা, রইল ঘর সাজানোর কিছু অভিনব টিপস ENG W vs SA W- বোলারদের দাপটে দ্বিতীয় ম্যাচে জয়! সেমির রাস্তা প্রশস্ত ইংরেজদের… ‘খুব সুন্দর’, বিয়ের পর প্রথম পুজো! পরম-পিয়ার রোম্যান্টিক ছবিতে মুগ্ধ কুণাল ঘোষ ‘কল, সোফা, এসি... উপমুখ্যমন্ত্রীর বাসভবন থেকে আসবাব চুরি করেছেন তেজস্বী’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.