দুরন্ত পারফরমেন্স অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ইংল্যান্ডকে ওডিআই সিরিজে হারিয়ে দিল অজিরা। ৩-২ ফলে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। প্রথম দুই ওডিআই ম্যাচেই জিতেছিল। কিন্তু অস্ট্রেলিয়াকে পরের দুই ওডিআইতে ধাক্কা দেয় লিয়াম লিভিংস্টোন-হ্যারি ব্রুকরা। কিন্তু ওসতাদের মার শেষ রাতে। পঞ্চম এবং অন্তিম ওডিআই ম্যাচে এসেই নজর কেড়ে নিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। DLS মেথডে ৪৯ রানে ম্যাচ জিতল স্টার্করা।
আরও পড়ুন-IPL 2025-ঝামেলার পরও MIতেই থাকছেন রোহিত! CSKতে ধোনি! KKR-এ কারা? একঝলকে সম্ভাব্য রিটেনশন…
ব্রিস্টলে ইংল্যান্ড দলের দুর্দান্ত ব্যাটিং দেখে মনেই হয়নি তৃতীয় একদিনের ম্যাচে জিততে পারে অস্ট্রেলিয়া। শতরান করেন ইংরেজ ওপেনার বেন ডাকেট। ফিল সল্ট মাত্র ২৭ বলেই ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন, তাতেই খেই হারিয়ে ফেলেন মিচেল স্টার্ক - জোশ হ্যাজেলউডরা। তবে শেষদিকে এসে বল হাতে ম্যাজিক দেখালেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ট্রাভিস হেড। তিনি বল হাতে তুলে নেন চার উইকেট, আর তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ২০২ রানে ইংল্যান্ডের ছিল ২ উইকেট। সেখান থেকে তাঁদের স্কোর দাঁড়ায় ৫০ ওভারে ৩০৯ রান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিডল অর্ডার নজর কাড়তে পারেনি ইংল্যান্ডের। অধিনায়ক হ্যারি ব্রুক যোগ্য সংগত দেন বেন ডাকেটকে। তিনি করেন ৫২ বলে ৭২ রান। কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি, কারণ মিডল অর্ডারের ব্যর্থতা। শেষদিকে আদিল রশিদ করেন ৩৬ রান। সেই সুবাদে স্কোর ৩০০র গণ্ডি পেরোলেও অজিদের পাল্টা আঘাতে বিপর্যস্ত অবস্থা হয় ইংরেজ বোলারদের।
আরও পড়ুন-নামেই সবচেয়ে বড়লোক বোর্ড… পরিকাঠামোয় বিগ জিরো! কানপুরের মাঠ নিয়ে তোপ ভক্তদের...
৩০৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন ওপেনার ট্রাভিস হেড এবং ম্যাট শর্ট। ৩০ বলে ৫৮ রান করেন ম্যাট শর্ট। ২৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অজি তারকা ট্রাভিস হেড। বল হাতে চার উইকেটে পাশাপাশি অস্ট্রেলিয়াকে দারুণ স্টার্ট দেন ব্যাটে। এরপর জস ইংলিস এবং স্টিভ স্মিথ খেলার সময় ম্যাচ বৃষ্টির জন্য স্থগিত হয়ে যায়, তখন অজিদের স্কোর ২ উইকেটে ১৬৫। এরপর আর খেলা শুরু হয়নি। ফলে DLS মেথডে ৪৯ রানে ম্যাচ জিতে নেয় হেডরা।
যেভাবে গত দুই ম্যাচে হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে এক সময় কোনঠাসা অবস্থায় ছিল অস্ট্রেলিয়া, তা দেখে অনেকেই ভাবতে পারেননি ম্যাচ এভাবে অনায়াসে জিতবে অস্ট্রেলিয়া। কঠিন কাজকেই সহজ করে দেখিয়েছেন ট্রাভিস হেড। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে এখন দ্বিতীয় সফলতম স্পিনারের নাম ট্রাভিস হেড।