২০০৭ থেকে ২০২২ পর্যন্ত এখনও পর্যন্ত মোট ৮টি টি-২০ বিশ্বকাপের আসর বসেছে। এবার ২০২৪ সালে অনুষ্ঠিত হচ্ছে নবম টি-২০ বিশ্বকাপ। বিশ্বের মোটে ২ জন ক্রিকেটার আগের ৮টি বিশ্বকাপেই মাঠে নেমেছেন এবং এবার তাঁরা কেরিয়ারের নবম টি-২০ বিশ্বকাপ খেলতে চলেছেন এবছর। একজন হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অন্যজন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান।
টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ক্যাপ্টেন রোহিত সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করলেন শাকিব। বলা বাহুল্য, বাউন্ডারির ভিতরের চরম প্রতিপক্ষের সম্পর্কে সমীহ ঝরে পড়ল শাকিবের গলায়। স্টার স্পোর্টসের আলোচনায় ভারত অধিনায়ক প্রসঙ্গে শাকিব বলেন, ‘গত কয়েক বছরে রোহিত যেভাবে ভারতকে নেতৃত্ব দিয়েছে, দুর্দান্ত। ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড অসাধারণ। নেতা হিসেবে দলের প্রত্যেকে ওকে সম্মান করে।’
শুধু ক্যাপ্টেন হিসেবেই নয়, বরং ব্যাটসম্যান রোহিত সম্পর্কেও শ্রদ্ধাশীল শাকিব। বাংলাদেশের তারকা অল-রাউন্ডারের কথাতেই সেটা স্পষ্ট। শাকিব পরক্ষণেই বলেন, ‘ও (রোহিত) এমন একজন ক্রিকেটার, যে একার হাতে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে।’
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে রোহিত শর্মার নামে। হিটম্যান এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ৩৯টি ম্যাচে মাঠে নেমেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শাকিব আল হাসান। তিনি এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ৩৬টি ম্যাচে মাঠে নেমেছেন।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় রোহিত শর্মা রয়েছেন ৪ নম্বরে। ভারত অধিনায়ক এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে ৯৬৩ রান সংগ্রহ করেছেন। এবছর বিশ্বকাপে মাঠে নেমে রোহিত ১০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারেন।
শাকিব আল হাসান বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-২০ বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করতে পারেন। তার জন্য তাঁর দরকার মোটে ৩টি উইকেট। শাকিব এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ৪৭টি উইকেট নিয়েছেন।
বিশ্বকাপ শুরুর আগেই শাকিব ও রোহিত একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবেন। শনিবার নিউ ইয়র্কে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সম্মুখসমরে নামবে ভারত ও বাংলাদেশ। সেই ম্যাচেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা রোহিতের। শাকিব নিশ্চিতভাবেই বাংলাদেশ শিবিরের অন্যতম সেনানি হিসেবে বিবেচিত হবেন। ভারতের বিরুদ্ধে এই ম্যাচেই বোঝা যাবে বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত শাকিব আল হাসানরা।