আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই স্টেজ রিহারশালের বড় সুযোগ পেয়ে গেল পাকিস্তান। প্রতিযোগিতার আরও দুই দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। মিনি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। এবারে তাঁদের দেশেই হচ্ছে এই প্রতিযোগিতা। তাই ঘরের মাঠে ট্রফি রিটেন করার লক্ষ্যে মরিয়া পাক শিবির।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা
পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার সূচি প্রকাশ করে দিল দঃ আফ্রিকা, নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের। সাম্প্রতিক সময় এই ধরণের সিরিজের সংখ্যা কমে গেছে। অধিকাংশ দলই দ্বিপাক্ষিক সিরিজ খেলে। কিন্তু আইসিসির প্রতিযোগিতায় নামার আগে তিন দলই নিজেদের ঝালিয়ে নেওয়ার উদ্দেশ্যে করাচি এবং লাহোরে খেলবে। মোট চারটি ম্যাচ থাকবে এই সিরিজে।
লাহোর-করাচিতে দুটি করে ম্যাচ-
প্রথম দুটো ম্যাচে তিনটি দলই খেলবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। আর শেষ দুটো ম্যাচ, অর্থাৎ ফাইনাল ম্যাচ হবে করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে। সেক্ষেত্রে মাঠ কতটা প্রস্তুত, পিচ কতটা তৈরি সবই দেখে নিতে পারবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তিন দলের ক্রিকেটারদের নিয়ে কম্বিনেশন তো তৈরি করতেই পারবে দলগুলো
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
কবে থেকে শুরু তিন দলের সিরিজ-
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল একদিনের ফরম্যাটে পাকিস্তান। এবার ছয় বছর পর ফের সেদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। প্রতিযোগিতা শুরু হবে ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে, চলবে ১৪ তারিখ পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি, শেষ হবে মার্চের ৯ তারিখে।
কবে কখন কোথায় খেলা?
লাহোরে ফেব্রুয়ারির ৮ তারিখ ভারতীয় সময় দুপুর ২.৩০টায় মুখোমুখি পাকিস্তান এবং নিউজিল্যান্ড।
লাহোরে ফেব্রুয়ারির ১০ তারিখ ভারতীয় সময় সকাল ১০টায় মুখোমুখি নিউজিল্যান্ড এবং দঃ আফ্রিকা
পাকিস্তান বনাম সাউথ আফ্রিকার ম্যাচ করাচিতে ১২ ফেব্রুয়ারি, খেলা শুরু দপুর ২.৩০টায়
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ১৪ তারিখ দুপুর ২.৩০টায়, করাচি ন্যাশনাল ব্যঙ্ক স্টেডিয়ামে।