ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি টিম ত্রিনবাগো নাইট রাইডার্স টুর্নামেন্টের আসন্ন সংস্করণের আগে জোশ লিটল এবং জেসন রয়ের সঙ্গে চুক্তি করে নিজেদের শক্তি আরও বাড়াল। সোমবার তারা এ খবর নিশ্চিত করেছে। সেই সঙ্গে টিম ডেভিডকে রিটেন করার কথাও তারা জানিয়েছে। গত মরশুমের রানার্স আপ হওয়ার পর, নাইট রাইডার্স দলের মূল খেলোয়াড়দের ধরে রেখেছে। পাশাপাশি তারা তারকা বিদেশিদের দলে নিযুক্ত করে, নিজেদের স্কোয়াডকে আরও শক্তিশালী করছে।
আরও পড়ুন: এক বছর আগে যারা আমাকে বলেছিল, ক্যারিয়ার শেষ, তাঁরাই এখন… নিন্দুকদের সপাটে জবাব বুমরাহের
ইংলিশ ওপেনার জেসন রয় বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি সুপ্রতিষ্ঠিত নাম। অন্যদিকে পেসার জোশ লিটল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সের হয়ে তাঁর পারফরম্যান্সে সকলকে মুগ্ধ করেছেন। এছাড়া ত্রিনবাগো নাইট রাইডার্স যে সমস্ত ক্যারিবিয়ান প্লেয়ারদের রিটেন করেছে, তাঁরা সকলেই টি২০ ফর্ম্যাটের সেরা সব প্রতিভা। এই তালিকায় রয়েছেন কায়রন পোলার্ড, ডিজে ব্র্যাভো, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং নিকোলাস পুরান।
এছাড়া বিদেশিদের মধ্যে টিম ডেভিডকে নতুন মরশুমের আগে ত্রিনবাগো নাইট রাইডার্স রিটেন করেছে। তারকা অস্ট্রেলিয়ান গত মরশুমে জাতীয় দলের দায়িত্বের কারণে সিপিএলে অংশ নিতে পারেননি। তবে ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে যে, তিনি আসন্ন মরশুমে নাইটদরে হয়ে সিপিএলে অংশ নেবেন। ডেভিড বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য।
আরও পড়ুন: বিশ্বাস হারেনি… উইন প্রেডিকটরে ভারতের ৮% জয়ের সম্ভাবনার স্ক্রিনশট শেয়ার করে বার্তা পন্তের
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেেনও নাইট রাইডার্স দলের সদস্য। চলতি টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা বোলিং পরিসংখ্যান অর্জন করেছেন তিনি। মাত্র ১১ রান দিয়ে তাঁর চার ওভারের স্পেলে পাঁচ উইকেট শিকার করে তিনি সম্প্রতি টি২০-তে একটি বড় রেকর্ড গড়েছেন। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে স্যামুয়েল বদরির ৪/১৫-এর নজিরকে ছাপিয়ে গিয়েছেন আকিল হোসেন।
টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট তারকাদের নিয়ে দল গড়ে, নাইট রাইডার্স এই মরশুমে তাদের পঞ্চম সিপিএল শিরোপা জিততে মুখিয়ে রয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে বর্তমানে ১৫ জন খেলোয়াড় রয়েছে, আগামী জুলাইয়ে অনুষ্ঠিত ড্রাফটে আরও দু'জনকে দল নেওয়ার জায়গা রয়েছে। এবার সিপিএল ড্রাফটে থাকবেন দুই অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ও।
রিটেন করা ক্যারিবিয়ান প্লেয়ার: কায়রন পোলার্ড, ডিজে ব্র্যাভো, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, আকিল হোসেন, জয়ডেন সিলস, মার্ক ডেয়াল, কেসি কার্টি, টেরেন্স হিন্ডস।
রিটেন করা বিদেশি প্লেয়ার: ওয়াকার সালামখেইল, আলি খান, টিম ডেভিড
নতুন সই করানো প্লেয়ার: জেসন রয়, জোশ লিটল