শুভব্রত মুখার্জি:- ইংল্যান্ড ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও অন্যতম সেরা অলরাউন্ডার হলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ক্রিকেট খেলা ছেড়েছেন দীর্ঘদিন হল। বর্তমানে তিনি যুক্ত রয়েছেন ইংল্যান্ড সিনিয়র দলের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আগেই তিনি যুক্ত হয়েছিলেন জোস বাটলারদের সঙ্গে। কিন্তু সম্প্রতি একটি খবর রটেছে। ইংল্যান্ডের প্রখ্যাত সংবাদপত্র দ্য টেলিগ্রাফের তরফে দাবি করা হয়েছে জোস বাটলারের সঙ্গে নাকি সমস্যা হচ্ছে অ্যান্ড্রু ফ্লিনটফের। আর সেই কারণে নাকি তিনি ছেড়ে দেবেন ইংল্যান্ডের কোচিং স্টাফের দায়িত্ব। এই বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবির সঙ্গে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তারা।
আরও পড়ুন… ইংল্যান্ড থেকে মেলের মাধ্যমে পদত্যাগ পত্র পাঠালেন পাপন, BCB-র নতুন সভাপতি ফারুক আহমেদ
ইংল্যান্ড দলের পরবর্তী সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সাদা বলের ফর্ম্যাটে অজিদের বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড। তারা টি-২০ এবং ওয়ানডে সিরিজ খেলবে অজিদের বিরুদ্ধে। এই সিরিজ থেকেই নাকি আর ইংল্যান্ড দলের কোচিং স্টাফে থাকছেন না অ্যান্ড্রু ফ্লিনটফ। সম্প্রতি কয়েকমাস আগেই টি-২০ বিশ্বকাপে হারের পরে সাদা বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়েন ম্যাথু মট। অনেক বিশেষজ্ঞ আশা করেছিলেন ম্যাথু মটের পরিবর্ত হতে পারেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তবে তা বাস্তবে আর ঘটছে না। ইংল্যান্ড দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব আপাতত সামলাবেন তাদের প্রাক্তন ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক। দ্য টেলিগ্রাফের দাবি যেহেতু অধিনায়ক জোস বাটলারের সঙ্গে অ্যান্ড্রু ফ্লিনটফের সম্পর্ক ভালো নয় তাই তাঁর চুক্তি আর এই মুহূর্তে বৃদ্ধির পথে হাঁটছে না ইসিবি।
আরও পড়ুন… RCB: ৫ ছক্কা হজম করা যশ দয়ালের ডুবন্ত কেরিয়ারকে কীভাবে রক্ষা করেছিলেন বিরাট কোহলি?
গত জুনে টি-২০ বিশ্বকাপের সময়ে সাদা বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলারের সঙ্গে মতানৈক্য দেখা যায় অ্যান্ড্রু ফ্লিনটফের। তাদের সম্পর্কেরও অবনতি ঘটে। বিষয়টি অজানা ছিলনা ইসিবির। স্কাই স্পোর্টসে নিউজের তরফে দাবি করা হয়েছে বিষয়টি নিয়ে তারা ইসিবির কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে ইসিবির তরফে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে রাজি হননি। ২০০৫ সালে অ্যাসেজ সিরিজে ঐতিহাসিক জয় পায় ইংল্যান্ড দল। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যান্ড্রু ফ্লিনটফের। প্রথমে খেলা ছাড়ার পরে ফ্লিনটফ নবীন প্রতিভা অন্বেষণ এবং বিভিন্ন বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ শুরু করেন। গত সেপ্টেম্বর থেকে কনস্যালটেন্সি বেসিসে তিনি ইংল্যান্ডের সিনিয়র দলের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন। সহকারী কোচের ভূমিকাও পালন করেছেন তিনি। তাঁর সময়কালে ২০২৪ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড দল। দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপার চার্জার্সের হেড কোচের দায়িত্বও এই মুহূর্তে সামলাচ্ছেন তিনি।