বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ২৯৫ রানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে এখন ঘুরে দাঁড়ানোই মূল লক্ষ্য তাদের। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই ম্যাচে পরাজিত হতে হয় অজিদের। তাই রান করতে ব্যর্থ মার্নাস ল্যাবুশান এবং স্টিভ স্মিথকে বিশেষ পরামর্শ দিলেন অজি কিংবদন্তি রিকি পন্টিং। তিনি তাঁদের বিরাট কোহলির মতো নিজের গেমের উপর বিশ্বাস রাখার কথা বলেছেন। ল্যাবুশান প্রথম ইনিংসে ৫২ বলে ২ রান এবং দ্বিতীয় ইনিংসে ৫ বলে ৩ রান করেন। অন্যদিকে স্মিথ প্রথম ইনিংসে গোল্ডেন ডাক হন এবং দ্বিতীয় ইনিংসে ৬০ বলে ১৭ রান করেন। পন্টিং বলেন, ‘পার্থের সব ব্যাটসম্যানদের মধ্যে মার্নাসকে সবচেয়ে নড়বড়ে মনে হচ্ছিল। হ্যাঁ, ম্যাচে কঠিন উইকেটের পাশাপাশি উচ্চ মানের বোলিং হয়েছিল, তবে তাকে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজে বের করতে হবে।’
বিরাট সম্পর্কে বলতে গিয়ে পন্টিং বলেন, ‘বিরাট তার খেলার উপর আস্থা রেখে ফিরে এসেছিল। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে তাকে সম্পূর্ণ অন্যরকম একজন খেলোয়াড় দেখাচ্ছিল।’ বিরাট কোহলি পার্থের প্রথম ইনিংসে রান করতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক করেন। তিনি অপরাজিত ছিলেন ১০০ রানে। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের ৩১ তম শতরান ছিল। দীর্ঘদিন ধরে টেস্টে খারাপ সময় চলছিল বিরাটের। শুনতে হয়েছিল বহু সমালোচনা। অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে সেই সব কিছুর জবাব নিজের ব্যাটের মাধ্যমে দেন তিনি। পন্টিং বলেন, ‘ও প্রতিপক্ষদের বিরুদ্ধে কিভাবে লড়বে সেই চিন্তা ছেড়ে নিজের শক্তির উপর আস্থা রেখেছিল। মার্নাস এবং স্মিথের এটাই করা দরকার। তাদেরও নিজস্ব উপায় খুঁজে বের করা উচিত।’
পন্টিং মনে করেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ভারতীয় বোলারদের বিপক্ষে আরও ঝুঁকি নেওয়া উচিত এবং তাদের উপর চাপ তৈরি করা উচিত। তিনি বলেন, ‘আপনাকে ঝুঁকি নেওয়ার একটি উপায় খুঁজে বের করতে হবে এবং তাদের উপর পাল্টা চাপ তৈরি করতে হবে, কারণ আপনি জানেন বুমরাহদের মতো বোলাররা আপনাকে খুব সহজে স্কোর করার সুযোগ দেবে না। যখন তারা সুযোগ দেবে, তখন আপনাকে এটির উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং এটিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তাদের উপর কিছুটা চাপ প্রয়োগ করতে হবে।’
তবে প্রথম টেস্টে অজিরা হারলেও পন্টিং একই দল খেলানোর পক্ষে। তিনি বলেন, ‘আমি একই দল খেলানোর পক্ষে থাকব। আমি মনে করি আপনাকে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের প্রতি আস্থা দেখাতে হবে এবং এই দলে আমরা যাদের নিয়ে কথা বলছি তারা প্রত্যেকেই এক একজন চ্যাম্পিয়ন। হয়তো কিছুদিন ধরে ঠিক ফর্মে নেই , কিন্তু বড় মঞ্চে নিজেদের বারবার প্রমাণ করেছে তারা।’