বাংলা নিউজ > ক্রিকেট > IND vs WI: পুরানরা জিততেই ক্রিকেট মানচিত্র থেকে ওয়েস্ট ইন্ডিজকে মুছে দিতে চাওয়া পণ্ডিতদের চমৎকার জবাব দিলেন বিশপ

IND vs WI: পুরানরা জিততেই ক্রিকেট মানচিত্র থেকে ওয়েস্ট ইন্ডিজকে মুছে দিতে চাওয়া পণ্ডিতদের চমৎকার জবাব দিলেন বিশপ

ট্রফি হাতে ওয়েস্ট ইন্ডিজ দল। ছবি- এপি।

India vs West Indies: বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা ক্যারিবিয়ান দল মাস ঘুরতে না ঘুরতেই ছাই থেকে ফিনিক্সের মতো মাথা তুলে দাঁড়ায়।

ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের হতাশাজনক পারফর্ম্যান্সের পরে স্বাভাবিকভাবেই চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয় ওয়েস্ট ইন্ডিজ দলকে। তবে কে ভেবেছিল যে, মাস ঘুরতে না ঘুরতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা সেই ক্যারিবিয়ান দলই ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টি-২০ সিরিজে হারিয়ে দেবে!

বাস্তবিকই ছাই থেকে ফিনিক্সের মতো মাথা তুলে দাঁড়ায় ক্যারিবিয়ান দল। আন্ডারডগ হিসেবে মাঠে নেমে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে ৩-২ ব্যবধানে টি-২০ সিরিজে পরাজিত করেন রোভম্যান পাওয়েলরা।

এটা ঠিক যে, টেস্ট ও ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের বিরুদ্ধে তেমন একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে টি-২০ সিরিজ জয়ের পরে ক্যারিবিয়ানদের সেই ব্যর্থতা ঢাকা পড়ে যায়। ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীনও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুরবস্থা নিয়ে বিস্তর চর্চা হয়। ২ বারের ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন ও একজোড়া টি-২০ বিশ্বকাপজয়ী দলের করুণ অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চালান বিশেষজ্ঞরাও।

ক্যারিবিয়ান ক্রিকেটের এমন পতনের কথা তুলে ধরে দাবি করা হতে থাকে যে, একাধিক দ্বীপরাষ্ট্রকে একজোট করে ওয়েস্ট ইন্ডিজ দল তৈরির কনসেপ্টটাই তুলে দেওয়া উচিত। অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজের অস্তিত্ব ভেঙে দিয়ে জামাইকা, বার্বাডোজ, অ্যান্টিগা, গায়ানা, ত্রিনিদাদ প্রভৃতি দেশগুলিকে আলাদা করে অ্যাসোসিয়েট দল হিসেবে ক্রিকেট খেলতে দেওয়া উচিত। সেক্ষেত্রে তারা নিজেদের দেশের গৌরবের কথা ভেবে লড়াইয়ে নামতে পারবে।

আরও পড়ুন:- IND vs WI: চূড়ান্ত এলোমেলো ক্যাপ্টেন্সি, নেতা হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে ৫টি বড় ভুল করেন হার্দিক

তবে ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের টি-২০ সিরিজ জয়ের পরে ইয়ান বিশপ অত্যন্ত নম্রভাবে সেই সব বিশেষজ্ঞদের মনে করিয়ে দিলেন যে, দুঃসময়ে পাশে থাকাই আসল কর্তব্য। পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজে নিতে না বলে কীভাবে সাহায্য করা যায়, তার চেষ্টা করাই উচিত।

বিশপ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অবস্থা নিয়ে আমার বন্ধু ও সহকর্মীদের কিছু টুইট দেখেছি সোশ্যাল মিডিয়ায়। আমি তাদের মনে করিয়ে দিতে চাই যে, তোমার বন্ধু যখন আহত, তাকে পরিত্রাণ খুঁজে নিতে বলা উচিত নয়। বরং কীভাবে সাহায্য করা যায়, সেই রাস্তা খোঁজাই দরকার।’

আরও পড়ুন:- County Cricket: কাউন্টিতে পৃথ্বীর তাণ্ডব জারি, ডাবল সেঞ্চুরির পরের ম্যাচেই ফের ধ্বংসাত্মক শতরান ভারতীয় তারকার

উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পরে বিশপ আক্ষেপ করেছিলেন যে, একদা ক্রিকেট বিশ্বে ছড়ি ঘোরানো পুরনো ওয়েস্ট ইন্ডিজকে হয়তো আর ফিরে পাওয়া যাবে না। তবে তিনি এটাও স্বীকার করে নেন যে, ওয়েস্ট ইন্ডিজের আর্থিক অস্বচ্ছলতার জন্য ক্রিকেটের উন্নতিতে যথাযথ নজর দেওয়া সম্ভব হয় না ক্রিকেট বোর্ডের।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন ওখানকার পরিকাঠামো ও প্রাথমিক সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন তোলেন রবিচন্দ্রন অশ্বিন-হার্দিক পান্ডিয়ারাও। অশ্বিনকে তো ক্যারিবিয়ান ক্রিকেটারদের প্রতি সমব্যাথী শোনায়। কতটা প্রতিকূলতার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের লড়াই চালিয়ে যেতে হয়, সেই দিকটাই সামনে আনেন রবিচন্দ্রন। এবার বিশপের ইঙ্গিত এই যে, কঠিন সময়ে সমালোচনা না করে সাহায্য করার কথা ভাবা উচিত সকলের।

ক্রিকেট খবর

Latest News

সুপ্রিম কোর্টে ধাক্কা অতুল সুভাষের মায়ের! স্ত্রীর সঙ্গেই থাকবে সন্তান, রায় SCর ফের শীত কমবে বাংলায়, কবে থেকে? ছুটির সময় পাহাড়ে বরফ? ঘন কুয়াশা কোন কোন জেলায়? অজানা প্রাণী নাকি চোর, দাপাদাপিতে তটস্থ সিউড়ির বাসিন্দারা, কী ব্যাপার? ‘জনগণের চাপের কাছে মাথানত’ করতে পারে না আদালত! সঞ্জয়ের সাজা নিয়ে বললেন বিচারক 'আমেরিকার স্বর্ণযুগের শুরু' শপথগ্রহণ অনুষ্ঠানে আর কী বললেন ট্রাম্প! রাহুল-প্রীতির মেয়েকে গান শোনাচ্ছেন 'মামা' সৌরভ! সুরের গুঁতোয় পেট ব্যথা হবেই হবে মিত্তির বাড়ির নায়ক আদৃতের গানে পাগল বঙ্গ ললনারা! গাইলেন সোহেলের জন্মদিনে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই জারি! শেষদিন হরগৌরীর সেটে, কেমন আছেন সব্যসাচী-জায়া? 'বন্ধু শুভেচ্ছা রইল!' প্রেসিডেন্ট হিসাবে শপথ ট্রাম্পের, অভিনন্দন মোদীর বেহাল হাল ইমার্জেন্সির, সোমবার আসতেই ভরাডুবি কঙ্গনার! ৪র্থ দিনে কত আয় বক্স অফিসে

IPL 2025 News in Bangla

শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.