বাংলা নিউজ > ক্রিকেট > Ranji Trophy 2024: কী কাণ্ড! মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলতে বিহারের ২টি টিম হাজির, বাধল ধুন্ধুমার

Ranji Trophy 2024: কী কাণ্ড! মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলতে বিহারের ২টি টিম হাজির, বাধল ধুন্ধুমার

ম্যাচ শুরু না হওয়ায় উত্তেজিত দর্শকদের শান্ত করেন মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানে।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরেই ঘটে আজব ঘটনা। মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হাজির হয় বিহারের ২টি টিম। যার জেরে শুক্রবার খেলার শুরুতে কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হয়। যা ছোটখাটো হাতাহাতিতেও পৌঁছে যায়।

পাটনার মইন-উল-হক স্টেডিয়াম এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল। মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য বিহারের ২টি টিম এসে প্রতিনিধিত্ব করার দাবি করে বসে। জানা গিয়েছে, বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ) দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরে এমন ঘটনা ঘটেছে। এমন কী শুক্রবার খেলার শুরুতে এই ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হয়। যা ছোটখাটো হাতাহাতিতেও পৌঁছে যায়। অবশেষে, স্থানীয় পুলিশের হস্তক্ষেপে বিহার-মুম্বই রঞ্জি মরশুমের প্রথম ম্যাচটি শুরু হয় প্রায় বেলা ১টার দিকে।

বিহারের যে ২টি দল সকালে মাঠে পৌঁছেছিল, তার মধ্যে একটি বিসিএ সভাপতি রাকেশ তিওয়ারি বাছাই করা। অন্যটি সচিব অমিত কুমারের বাছাই করা দল ছিল। শেষ পর্যন্ত সভাপতি রাকেশ তিওয়ারির বাছাই করা দলটিই মাঠে নেমেছিল। এমন কোনও ক্রিকেটার ছিলেন না, যাঁর নাম দুই দলে ছিল। ২টি দলই একেবারে আলাদা ছিল। তবে রাকেশ তিওয়ারি এবং অমিত কুমার দু'জনেই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন, তাঁদের নিজ নিজ বাছাই করা দলই আসল।

রাকেশ তিওয়ারি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আমরা যোগ্যতার ভিত্তিতে দল বেছে নিয়েছি এবং এটাই সঠিক দল। আপনি বিহার থেকে যে প্রতিভা আসছে তা দেখুন। আমাদের একজন ক্রিকেটার (শাকিব হুসেন) আছে, যাকে আইপিএলে নেওয়া হয়েছে। আমাদের একটি ১২ বছর বয়সী এক বিস্ময়কর প্রতিভার এই ম্যাচে অভিষেক হয়েছে। অন্য দলটি স্থগিত করা সচিব বাছাই করেছে। তাই ওই দলটি আসল দল হতে পারে না।’

সচিব অমিত তিওয়ারি আবার এই বরখাস্তের দাবিকে চ্যালেঞ্জ করেছেন। বলেছেন, ‘প্রথম কথা হল, আমি নির্বাচনে জিতেছি, এবং আমি বিসিএ-র একজন অফিসিয়াল সচিব। আপনি একজন সচিবকে সাসপেন্ড করতে পারবেন না। দ্বিতীয়ত, একজন প্রেসিডেন্ট কী ভাবে দল নির্বাচন করতে পারেন? আপনি কি কখনও বিসিসিআই সভাপতি রজার বিনিকে দল ঘোষণা করতে দেখেছেন? আপনি সব সময়ে সচিব জয় শাহের স্বাক্ষর দেখতে পাবেন।’

পরের দিকে বিসিএ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে। তাতে স্থগিত সচিব অমিতকে একটি ভুয়ো দল নিয়ে এসে গেটে একজন কর্মকর্তাকে আক্রমণ করার জন্য অভিযুক্ত করা হয়েছে। বিসিএ-র সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভুয়ো দল যাঁরা বানিয়েছেন, তাঁদের তরফেই বিসিএ-র ওএসডি মনোজ কুমারের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিসিএ সভাপতি রাকেশ তিওয়ারি স্টেডিয়ামে এই বিশৃঙ্খলার জন্য আদিত্য বর্মাকে দায়ী করেছেন। এই আদিত্য বর্মাই ২০১৩ আইপিএল স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে বিসিসিআই-এর বিরুদ্ধে পিটিশন দাখিল করেন। এবং প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনকে আদালতে টেনে নিয়ে গিয়েছিলেন। রাকেশ তিওয়ারি বলেছেন, ‘ওঁর একমাত্র কাজ বিহারের ভাবমূর্তি নষ্ট করা। ছেলেকে বাছাই না করায়, তিনি বিড়ম্বনার সৃষ্টি করছেন। তিনি আমাদের উপর চাপ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমরা তাঁর কথা শুনিনি, কারণ আমরা যোগ্যতা অনুযায়ী দল বাছাই করি।’

যদিও সেক্রেটারি অমিত এই দাবির পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘তিনি আদিত্য বর্মাকে দোষারোপ করছেন, কিন্তু তিনি যখন তাঁর পাশে ছিলেন তখন কেন তিনি চুপ ছিলেন? বিসিএ একমাত্র অ্যাসোসিয়েশন, যেখানে সচিবের কোনও ক্ষমতা নেই।’

আদিত্য বর্মা আবার এটিকে সভাপতি ও সচিবের মধ্যে লড়াই বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ‘এটা ওদের দু'জনের মধ্যে লড়াই। আমার ছেলে পরীক্ষায় ভালো করেছে। আমার ছেলেকে স্কোয়াডে নেওয়া হলে, সেটা কি আমার দোষ? তিনি (তিওয়ারি) আমার পিছনে পড়ে রয়েছেন। কারণ আমি ওঁদের দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছি, তাই ওঁরা আমাকে দোষারোপ করছে।’

তবে এত ঝামেলার পরেও বিহারের খেলায় তার প্রভাব পড়েনি। টস জিতে শক্তিশালী মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছিল বিহার। এবং প্রথম দিনই ২৩৫ রানের মধ্যে মুম্বইয়ের ৯ উইকেট ফেলে দেয় বিহার। বিহারের অভিজ্ঞ পেসার বীর প্রতাপ সিং ৩২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।

ক্রিকেট খবর

Latest News

সোমে বৃষ্টি বাংলার ২ জেলায়, কোথাও কোথাও চড়বে পারদও, ঘন কুয়াশা কোথায় কোথায়? ILT20 ফাইনালে ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস কোচ ও ক্যাপ্টেনের কথা শুনলে চিন্তার কিছু নেই… সতীর্থদের উদ্দেশ্যে রোহিতের বার্তা মাধ্যমিকের হেল্পলাইন নম্বর, রেখে দিন নিজের কাছে, ঝামেলায় পড়লেই করতে পারেন ফোন কত কোটি টাকার বই বিক্রি হল কলকাতা বইমেলায়? তৈরি রেকর্ড! কত মানুষের পা পড়ল এবার? ২ প্রযোজকের নামে ৪ কোটি হাতানোর অভিযোগ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের বন্ধুর বিয়েতে ফাটিয়ে নাচ রাধিকার! কোন গানের তালে আসর জমালেন আম্বানিদের ছোট বউ? অনুমতি ছাড়া পারফর্ম করায় হার্ডি সান্ধুকে গ্রেফতার চণ্ডীগড় পুলিশের!- রিপোর্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ‘পোড়ো’ বাড়ি, ধূলিসাৎ শৌচালয়, আতঙ্কে কেতুগ্রাম ২০২৬ সালে কটা আসন পাবে তৃণমূল? জানিয়ে দিলেন শাসকদলের এমপি

IPL 2025 News in Bangla

WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.