রঞ্জি ট্রফিতে নিজের পারফরমেন্স দিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক ব্যাটসম্যান আব্দুল সামাদ। সোমবার (২১ অক্টোবর) রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের হয়ে ইতিহাস গড়েছেন আব্দুল সামাদ। ২২ বছর বয়সি আব্দুল সামাদ জম্মু ও কাশ্মীরের প্রথম ব্যাটসম্যান যিনি একই ম্যাচে দুটি সেঞ্চুরি করেছিলেন। বারাবাতি স্টেডিয়ামে ওড়িশার বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের এই তারকা দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। আইপিএল নিলামের আগে নিজের আইপিএল দলকে বড় বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন… আমি পুরোপুরি ফিট হয়ে তবেই অস্ট্রেলিয়া যেতে চাই: রঞ্জিতে বাংলার হয়ে নামতে চান মহম্মদ শামি
চার ও ছক্কা হাঁকান আব্দুল সামাদ
আব্দুল সামাদ দ্বিতীয় ইনিংসে ১০৮ বলে ছয়টি ছয় ও পাঁচ চারের সাহায্যে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন। আব্দুল সামাদের বিস্ফোরণ ইনিংসের ফলে জম্মু ও কাশ্মীর ২৭০/৭ রান তোলে। এরপরে ইনিংসের ঘোষণা করেছিল জম্মু ও কাশ্মীর। তবে চূড়ান্ত দিনে ওড়িশাকে ব্যাট করতে নেমে ২৬৯ রানের টার্গেট পেয়েছিল। তবে শেষ পর্যন্ত ১১২ রানে ৮ উইকেট হারায়। তবে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়ে যায়। তবে এই ম্যাচে জম্মু ও কাশ্মীরের অন্য ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ৫০ রানের বেশি করতে পারেননি। তবে আব্দুল সামাদ এককভাবে দ্বিতীয় ইনিংসেও দলের হাল ধরেছিলেন।
আরও পড়ুন… BAN vs SA: ওয়াকার ইউনিসের বড় রেকর্ড ভেঙে দিয়ে টেস্টে নতুন ইতিহাস লিখলেন কাগিসো রাবাদা
প্রথম ইনিংসে বিস্ফোরণ ঘটে
প্রথম ইনিংসেও বিস্ফোরক ব্যাটিং করেছিলেন আব্দুল সামাদ। ১১৭ বলে নয়টি ছক্কা ও ছয়টি চার মেরে ঝড় তোলেন তিনি। সামাদ খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। তিনি ছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান ৪০ রান করতে পারেননি। মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন আব্দুল সামাদ। শ্রীনগরে ২৩ রানে আউট হয়েছিলেন সামাদ।
আরও পড়ুন… ছয় বছরের অপেক্ষা শেষ, ২০১৮-র পরে Archery World Cup 2024-এ পদক জিতলেন দীপিকা কুমারী
এমনই রেকর্ড সানরাইজার্সের
আব্দুল সামাদ আইপিএল ২০২৫ এর জন্য ধরে রাখার সময়সীমা দ্রুত এগিয়ে আসছে। ওড়িশার বিরুদ্ধে দুটি সেঞ্চুরি করে নিজের দল সানরাইজার্স হায়দরাবাদকে বার্তা দিয়েছেন আব্দুল সামাদ। গতবার সানরাইজার্স ধরে রেখেছিল ২২ বছর বয়সি সামাদকে। আইপিএলে সানরাইজার্সের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন সামাদ। এই সময়ের মধ্যে, তিনি ১৯.২৩ গড়ে ৫৭৭ রান করেছিলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৬.০৮। এখন দেখার বিষয় সানরাইজার্স দল তাঁকে ধরে রাখে কি না।