পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হারতে হলেও প্রত্যাশা মতোই জাপান ও আমিরশির বিরুদ্ধে লিগের শেষ ২টি ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ভারত। ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ওঠে ভারতের যুব দল।
অন্যদিকে পাকিস্তান তাদের তিনটি লিগ ম্যাচে পরাজিত করে যথাক্রমে ভারত, আমিরশাহি ও জাপানকে। ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ চারের বৃত্তে প্রবেশ করে তারা।
বি-গ্রুপে শ্রীলঙ্কা তাদের তিনটি লিগ ম্যাচে হারিয়ে দেয় বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তানকে। ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ চারে ওঠে দ্বীপরাষ্ট্র। বাংলাদেশ তাদের লিগ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়। তবে তারা হারিয়ে দেয় নেপাল ও আফগানিস্তানকে। ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।
নিয়ম মতো এ-গ্রুপের এক নম্বর দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বি-গ্রুপের দুই নম্বর দলের বিরুদ্ধে। বি-গ্রুপের এক নম্বর দল দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে এ-গ্রুপের দুই নম্বর দলের বিরুদ্ধে।
সেই নিরিখে এ-গ্রুপের এক নম্বর দল পাকিস্তান সেমিফাইনাল খেলবে বি-গ্রুপের দুই নম্বর দল বাংলাদেশের বিরুদ্ধে। বি-গ্রুপের এক নম্বর দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে নামতে হবে এ-গ্রুপের দুই নম্বর দল ভারতকে। যুব এশিয়া কাপের ২টি সেমিফাইনাল ম্যাচই খেলা হবে একই দিনে। ৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল খেলা হবে দুবাই ও শারজায়। ফাইনাল খেলা হবে ৮ ডিসেম্বর অর্থাৎ, রবিবার।
এ-গ্রুপের পয়েন্ট টেবিল
১. পাকিস্তান- ৩ ম্যাচে ৬ পয়েন্ট।
২. ভারত- ৩ ম্যাচে ৪ পয়েন্ট।
৩. আমিরশাহি- ৩ ম্যাচে ২ পয়েন্ট।
৪. জাপান- ৩ ম্যাচে ০ পয়েন্ট।
বি-গ্রুপের পয়েন্ট টেবিল
১. শ্রীলঙ্কা- ৩ ম্যাচে ৬ পয়েন্ট।
২. বাংলাদেশ- ৩ ম্যাচে ৪ পয়েন্ট।
৩. নেপাল- ৩ ম্যাচে ২ পয়েন্ট।
৪. আফগানিস্তান- ৩ ম্যাচে ০ পয়েন্ট।
যুব এশিয়া কাপের সেমিফাইনাল ও ফাইনালের সূচি
১. প্রথম সেমিফাইনাল: পাকিস্তান বনাম বাংলাদেশ (৬ ডিসেম্বর, দুবাই, বেলা ১০টা ৩০ মিনিট)।
২. দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম শ্রীলঙ্কা (৬ ডিসেম্বর, শারজা, বেলা ১০টা ৩০ মিনিট)।
৩. ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী (৮ ডিসেম্বর, দুবাই, বেলা ১০টা ৩০ মিনিট)।