পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে হার দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত। প্রথম ম্যাচেই হারের ফলে ভারত লিগ টেবিলের পিছনের সারিতে চলে যায়। এই অবস্থায় ভারতীয় সমর্থকদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে, পাকিস্তানের কাছে হারের ফলে ভারতের সেমিফাইনালে ওঠার লড়াই ধাক্কা খাবে না তো? আপাতত দেখে নেওয়া যাক, প্রথম ম্যাচ হেরেও ভারত খেতাবের দৌড়ে টিকে থাকল কিনা।
৮ দলের টুর্নামেন্টর লিগ ম্যাচগুলি খেলা হচ্ছে দু'টি গ্রুপে। অর্থাৎ, প্রতি গ্রুপে ৪টি করে দল রয়েছে। গ্রুপ লিগে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। ২টি গ্রুপ থেকে লিগ টেবিলের প্রথম ২টি করে দল সেমিফাইনালে উঠবে।
ভারত এবারের যুব এশিয়া কাপের এ-গ্রুপে রয়েছে। পাকিস্তান ছাড়াও গ্রুপ লিগে ভারতের লড়াই আমিরশাহি ও জাপানের বিরুদ্ধে। পাকিস্তানের কাছে হারলেও ভারত তুলনায় দুর্বল আমিরশাহি ও জাপানের বিরুদ্ধে জয়ের বিষয়ে ফেভারিট। সুতরাং, সেই ২টি ম্যাচ জিতলে ভারত ৪ পয়েন্টে পৌঁছে যাবে।
অন্যদিকে ভারতকে হারানো পাকিস্তান যদি তাদের বাকি ২টি ম্যাচে আমিরশাহি ও জাপানকে হারিয়ে দেয়, তবে তারা ৬ পয়েন্ট পৌঁছে যাবে। সেক্ষেত্রে এ-গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে উঠবে পাকিস্তান এবং দুই নম্বর দল হিসেবে শেষ চারের টিকিট পাবে ভারত। তবে বাকি ২টি ম্যাচের মধ্যে ভারত যদি আমিরশাহির কাছে হেরে বসে, তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে তাদের। যদিও সেই সম্ভাবনা কম।
ভারত বনাম পাকিস্তান ম্যাচের ফলাফল
দুবাইয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮১ রান তোলে। শাহজেব খান ১৫৯ ও উসমান খান ৬০ রান করেন। ভরতের হয়ে ৩টি উইকেট নেন সামর্থ নাগরাজ। ২টি উইকেট নেন আয়ুষ মাত্রে।
পালটা ব্যাট করতে নেমে ভারত ৪৭.১ ওভারে ২৩৮ রানে অল-আউট হয়ে যায়। ৪৩ রানে ম্যাচ জেতে পাকিস্তান। নিখিল কুমার ৬৭ ও আয়ুষ মাত্রে ২০ রান করেন। ৩টি উইকেট নেন পাকিস্তানের আলি রাজা।
এ-গ্রুপের পয়েন্ট টেবিল
১. আমিরশাহি- ১ ম্যাচে ২ পয়েন্ট।
২. পাকিস্তান- ১ ম্যাচে ২ পয়েন্ট।
৩. ভারত- ১ ম্যাচে ০ পয়েন্ট।
৪. জাপান- ১ ম্যাচে ০ পয়েন্ট।
বি-গ্রুপের পয়েন্ট টেবিল
১. শ্রীলঙ্কা- ১ ম্যাচে ২ পয়েন্ট।
২. বাংলাদেশ- ১ ম্যাচে ২ পয়েন্ট।
৩. আফগানিস্তান- ১ ম্যাচে ০ পয়েন্ট।
৪. নেপাল- ১ ম্যাচে ০ পয়েন্ট।
ভারতের বাকি লিগ ম্যাচগুলির সূচি
১. ভারত বনাম জাপান- ২ ডিসেম্বর (শারজা, সকাল ১০টা ৩০ মিনিট)।
২. ভারত বনাম আমিরশাহি- ৪ ডিসেম্বর (শারজা, সকাল ১০টা ৩০ মিনিট)।