জমকালোভাবে স্বাগত জানানো হল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক নিকি প্রসাদকে। তিনি আসন্ন ডাব্লুপিএল অর্থাৎ মহিলাদের আইপিএলে দিল্লির হয়ে খেলবেন। সেই দলের হয়েই খেলেন জাতীয় দলের সিনিয়র সদস্য শেফালি বর্মা, জেমিমা রদ্রিগেজরা। দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে অর্থাৎ হোটেলে নিকি প্রসাদ যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজকীয় আপ্যায়ন করা হল তাঁর।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
দঃ আফ্রিকার বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে নিকির ভারত-
সম্প্রতি দঃ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল জিতে অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ জিতেছে নিকি প্রসাদের ভারত। সামনে থেকেই নেতৃত্ব দিয়ে দেশকে টানা দ্বিতীয়বার শিরোপা জিতিয়েছেন ১৯ বছর বয়সী নিকি। বৃহস্পতিবারই তিনি যোগ দেন দিল্লির ক্যাম্পে। প্রথমে তাঁকে জাতীয় পতাকা উপহার দেওয়ার পর জেমিমা রদ্রিগেজ তাঁর গলায় ফুলের মালা পড়িয়ে দেন। এরপর ভারতীয় সিনিয়র দলের ক্রিকেটাররা এগিয়ে এসে নিকির সঙ্গে সেলফি তোলেন। মজা করে অনেকে তাঁর অটোগ্রাফও চায়। আগেরবারের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপজীয় মহিলা দলের সদস্য শেফালি বর্মা বরণ করে নেন নিকিকে।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁচা রোনাল্ডোর?
জমকালোভাবে নিকিকে স্বাগত জানাল দিল্লি ক্যাপিটালস-
এরপর নিজের এমন আপ্যায়ন দেখে অবাক হয়ে নিকি প্রসাদ বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমি ভেবেছিলাম যে ক্যামেরা থাকবে এখানে আমি ঢোকার সময়। কিন্তু ক্রিকেটাররা এখানে আমায় স্বাগত জানাতে আসবে, সেটা আমি ভাবতেও পারিনি। আমি খুব খুব খুশি হয়েছিল এই আপ্যায়নে, আমি প্লেয়ারদের কাছে কৃতজ্ঞ এমনভাবে আমায় স্বাগত জানানোর জন্য ’।
আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচিতেও অখুশি
ক্রিকেটারদের ম্যাচ উপভোগ করতে বলেছিলেন নিকি-
নিকি বলেন ফাইনালের আগে দল ছিল অত্যন্ত শান্ত এবং সংঘবদ্ধ। ক্রিকেটাকদের তিন ম্যাচের আগে চাপহীন রাখতে বলেছিলেন,মাঠে গিয়ে প্রত্যেকে যেন খেলা উপভোগ করেন। নিকি বলছেন, ‘যেটা সব থেকে দরকার ছিল সেটা হল আমাদের শান্ত এবং ঐক্যবদ্ধ থাকা। আমরা আমাদের সেরাটা দিতে চেয়েছিলাম, তাই শেষ পর্যন্ত ম্যাচে দাপিয়ে বেরিয়েছি। ক্রিকেটারদের আমি বলেছিলাম, খেলা উপভোগ কর আর নিজের সেরাটা দাও , তাহলেই ম্যাচ আমাদের হবে ’।
দিল্লিকে ধন্যবাদ দিচ্ছেন নিকি-
দিল্লি ক্যাপিটালস দল তাঁকে এল অল্প বয়সেই দলে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন নিকি। তিনি বলসছেন, ‘ডাব্লুপিএলের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই উপকৃত হব। উঠতি প্রতিভা হিসেবে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলা এবং তাঁদের থেকে শেখার সুযোগ পাব অনেক। আমি এই ফ্র্যাঞ্চাইজিতে অনেক কিছু যেমন শিখতে পারব তেমনই আমি চাইব দলের জয়ের ক্ষেত্রেও যেন যতটা বেশি সম্ভব আমি অবদান রাখতে পারি ’। ১৫ ফেব্রুয়ারি বরোদায় মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লি WPL অভিযান শুরু করবে।